ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চায়না ওপেনে জয় দিয়ে শুরু বিয়াঙ্কার

প্রকাশিত: ১২:১৬, ১ অক্টোবর ২০১৯

চায়না ওপেনে জয় দিয়ে শুরু বিয়াঙ্কার

স্পোর্টস রিপোর্টার ॥ উইান ওপেনের সেমিফাইনালের টিকেট কেটেছিলেন এ্যাশলে বার্টি। কিন্তু দুর্ভাগ্য তার। সেই টুর্নামেন্টের শেষ চার থেকেই বিদায় নেন এ্যারিনা সাবালেঙ্কার কাছে হেরে। এরপরই বলেছিলেন ক্যাফের ইনজুরিতে ভুগছেন তিনি। তবে সেই ইনজুরি থেকে প্রত্যাশার চেয়েও বেশি ভাল সাড়া পেয়েছেন বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়। যে কারণেই চায়না ওপেনে খেলতে দারুণ আশাবাদী এ্যাশলে বার্টি। এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার এই তারকা খেলোয়াড় রবিবার নিজের মতামত জানাতে গিয়ে বলেন, ‘উহান ওপেনের সেমিফাইনালের পর এখন পর্যন্ত কোর্টে কোন ম্যাচ খেলিনি আমি। কিন্তু সবকিছু প্রত্যাশার চেয়েও অনেক বেশি ভালভাবে সাড়া দিয়েছে। এটা খুবই ভাল খবর। আর এটাই নিশ্চয়তা দিচ্ছে যে আমরা সঠিক কাজটা করে সঠিক পথেই এগুচ্ছি। পাশাপাশি প্রস্তুত হওয়ার সুযোগও বটে।’ বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের প্রায় সব শীর্ষ তারকারাই খেলছেন চায়না ওপেনে। রবিবার টুর্নামেন্টের প্রথম দিনে জয় দিয়েই এই টুর্নামেন্টের মিশন শুরু করেছেন নাওমি ওসাকা, সিমোনা হ্যালেপ, এলিনা সিতলিনা, স্লোয়ানে স্টিফেন্স এবং এ্যাঞ্জেলিক কারবারের মতো সব তারকা খেলোয়াড়। সোমবার জয়ের দেখা পেয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি, এলিস মার্টেন্স, মেডিসন কেইস, কিকি বার্টেন্স এবং বর্তমান বিশ্ব টেনিসের আলোচিত মুখ বিয়াঙ্কা আন্দ্রেস্কুও। সদ্যসমাপ্ত ইউএস ওপেনের চ্যাম্পিয়ন আন্দ্রেস্কু। ইউএস ওপেনে সেরেনা উইলিয়ামসকে হারিয়েই ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা জয়ের স্বাদ পান তিনি। সেইসঙ্গে নিজেকে নিয়ে যান ইতিহাসের সোনালি পাতায়। ওপেন যুগে কানাডার প্রথম খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের চ্যাম্পিয়ন হন আন্দ্রেস্কু। সেইসঙ্গে ২০০০ সালের পর জন্মগ্রহণকারী প্রথম খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের শিরোপা উঁচিয়ে ধরা খেলোয়াড়ের নামও এখন এই কানাডিয়ান। মৌসুমের শেষ মেজর টুর্নামেন্ট জয়ের পর অবশ্য আর কোন টুর্নামেন্টে অংশ নেননি তিনি। চায়না ওপেনেই প্রথম কোর্টে নামলেন সোমবার। যেখানে তার প্রতিপক্ষ ছিলেন আলিয়াকসান্দ্রা সাসনোভিচ। তবে জয় পেলেও ঘাম ঝরেছে আন্দ্রেস্কুর। র‌্যাঙ্কিংয়ের ৫ নম্বরে থাকা কানাডিয়ান তারকা রাউন্ড অব ৬৪ এর ম্যাচে ৬-২, ২-৬ এবং ৬-১ গেমে পরাজিত করেন সাসনোভিচকে। এমন জয়ে দারুণ খুশি ১৯ বছরের এই তরুণী। পারফর্মেন্সের ধারাবাহিকতা টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও ধরে রাখার বিষয়ে আশাবাদী তিনি। দিনের আরেক ম্যাচে প্রতিপক্ষকে পাত্তাই দেননি ক্যারোলিন ওজনিয়াকি। ডেনমার্কের এই তারকা খেলোয়াড় সরাসরি সেটে ৬-১ এবং ৬-৩ গেমে রীতিমতো উড়িয়েই দেন মার্কিন যুক্তরাষ্ট্রের লরেন ডেভিসকে। এমন জয়ে দারুণ উচ্ছ্বসিত বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। রাউন্ড অব বত্রিশে আজ আবার কোর্টে নামছেন তিনি। এখানেও প্রতিপক্ষ আরেক মার্কিন খেলোয়াড় ক্রিস্টিয়ান ম্যাকহেল। অন্য ম্যাচে বেলজিয়ামের এলিস মার্টেন্স ৬-২ এবং ৬-৩ গেমে খুব সহজেই পরাজিত করেছেন পেত্রা মার্টিচকে। হল্যান্ডের কিকি বার্টেন্স ৭-৬ (৭/৫) এবং ৬-৩ গেমে হারান ডায়ানা ইয়াসট্রেমস্কাকে। তবে চীনা ওপেনে টানা দুই জয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন এলিনা সিতলিনা। ক্রোয়েশিয়ান তারকা সোমবার ৭-৬ (৭/৫) এবং ৭-৬ (৭/১) গেমে হারান ওয়াং ইয়াফানকে। তবে সিতলিনা জয়ের স্বাদ পেলেও সমর্থকদের হতাশ করেছেন সিমোনা হ্যালেপ। রাউন্ড অব বত্রিশ থেকেই যে বিদায় নিয়েছেন রোমানিয়ান তারকা। দ্বিতীয় পর্বের ম্যাচে একাটেরিনা আলেক্সান্দ্রোভা ৬-২ এবং ৬-৩ গেমে পরাজিত করেন দুটি গ্র্যান্ডস্লামের মালিক হ্যালেপকে। দ্বিতীয় পর্ব থেকে বিদায় নিয়েছেন জেলেনা ওস্টাপেঙ্কোও। ক্যাটেরিনা সিনিয়াকোভা এদিন ৬-২ এবং ৬-১ গেমে উড়িয়ে দেন ফ্রেঞ্চ ওপেনের সাবেক চ্যাম্পিয়ন ওস্টাপেঙ্কোকে।
×