ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এসএ গেমসের ত্রয়োদশ আসর

প্রকাশিত: ১২:১৪, ১ অক্টোবর ২০১৯

নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে এসএ গেমসের ত্রয়োদশ আসর

স্পোর্টস রিপোর্টার ॥ আর কোন শঙ্কা নয়, বরং নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান গেমসের (এসএ গেমস) ত্রয়োদশ আসর। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনকে (বিওএ) চিঠি দিয়েছে নেপাল অলিম্পিক এ্যাসোসিয়েশন। এমনটাই জানিয়েছেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ্যাথলেটদের প্রস্তুতিতে সন্তুষ্ট মহাসচিবের প্রত্যাশাÑ এসএ গেমসের এবারের আসর থেকে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ পদক জিতবে বাংলাদেশ। এই একটা চিঠি, সঙ্গে সব অনিশ্চয়তার অবসান। নির্বাচন, অবকাঠামোগত সমস্যা আর ভেন্যু জটিলতায় এর আগে তিনবার পিছিয়েছে এসএ গেমস শুরুর সূচী। শঙ্কা ছিল এবারও। তবে নেপাল অলিম্পিক এ্যাসোসিয়েশন থেকে নিশ্চিত করা হলো ১ ডিসেম্বরেই পর্দা উঠছে এ আসরের। তবে তারিখ নিয়ে ধোঁয়াশা কাটলেও এখনও আসরের টেকনিক্যাল হ্যান্ডবুক হাতে পায়নি বিওএ। কর্তাদের বিশ্বাসÑ অক্টোবরের প্রথম সপ্তাহেই মিলবে তা। এরপরেই জানা যাবে ইভেন্টগুলো শুরুর বিস্তারিত সূচী। নেপাল থেকে চিঠি পাওয়ার পরপরই এসএ গেমসে অংশ নেয়া বাংলাদেশের ২২ ক্রীড়া ফেডারেশন কর্তাদের জরুরী তলব করে বিওএ। জানতে চাওয়া হয় তাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে। বিওএ মহাসচিব জানান, কোচ থেকে শুরু করে সব বিষয়ে ফেডারেশনকে সাহায্য করতে প্রস্তুত তারা। এসএ গেমসকে সামনে রেখে এ বছরের ১৫ জুলাই থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশের এ্যাথলেটরা। গতবার ৪টি স্বর্ণসহ মোট ৭৫টি পদক জিতেছিল বাংলাদেশ। ক্রীড়া সংগঠকদের কর্মদক্ষতা বৃদ্ধিতে বিওএর উদ্যোগ স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রীড়া ফেডারেশনসমূহকে আরও সুষ্ঠু ও কার্যকরীভাবে পরিচালনার উদ্দেশে ফেডারেশনগুলোর সঙ্গে সম্পৃক্ত ক্রীড়া সংগঠকদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং অলিম্পিক আন্দোলনকে জোরদার করা এবং দেশব্যাপী অলিম্পিজমের বাণী সর্বত্র ছড়িয়ে দেয়ার লক্ষে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) সার্বিক ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী ‘ন্যাশনাল ফেডারেশন এ্যাডমিনেস্ট্রেশন ডেভেলপমেনন্ট প্রোগ্রাম’-এর সমাপনী অনুষ্ঠান সোমবার বিওএর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিওএর উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু। তিনি অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন এছাড়াও উপস্থিত ছিলেন বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য লে. কমাঃ এ. কে. সরকার (অব) এবং বিওএ’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) ফখরুদ্দিন হায়দার।
×