ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইতালিয়ান সিরি এ, ৫২ বছরে ভাল শুরু ইন্টার মিলানের

৮১ বছরে সবচেয়ে বেহাল মিলান

প্রকাশিত: ১২:১৩, ১ অক্টোবর ২০১৯

৮১ বছরে সবচেয়ে বেহাল মিলান

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালির ক্লাব ফুটবলে একসময় দাপট দেখাত দুই মিলান। অর্থাৎ এসি মিলান ও ইন্টার মিলান। কিন্তু সময়ের বিবর্তনে এই দুই জনপ্রিয় ক্লাবের বর্তমানে বিবর্ণ দশা। অনেকটা বাংলাদেশের মোহামেডান স্পোটিং ক্লাবের মতো। এখন আর দল দুটি শিরোপার জন্য ফাইট করে না। কোন রকমে লড়াই করে রেলিগেশন এড়ানোই মূল লক্ষ্য। আর মাঝেমধ্যে বড় দলগুলোর বিরুদ্ধে চমক দেখানো। চলতি ২০১৯-২০ মৌসুমে ইতালিয়ান সিরি এ লীগে ছয়টি করে ম্যাচ খেলে ফেলেছে প্রতিদ্বন্দ্বী ২০ দল। এবারও ব্যর্থতার বৃত্তে বন্দী আছে এসি মিলান। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইন্টার মিলান। ছয় ম্যাচের প্রত্যেকটি জিতে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে অবস্থান করছে ইন্টার। ১৯৬৬-৬৭ সালের পর এই প্রথমবারের মতো লীগে প্রথম ছয় ম্যাচেই জয় পেয়েছে ইন্টার মিলান। অর্থাৎ ৫২ বছরে সবচেয়ে ভাল শুরু করেছে কার্লো আনচেলোত্তির দল। আর টানা তিন হারে মাত্র ৬ পয়েন্ট নিয়ে ২০ দলের মধ্যে ১৬তম অবস্থানে এসি মিলান। রবিবার রাতে ঘরের মাঠে ফিওরেন্টিনার কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছে মিলান। অন্য ম্যাচে নেপোলি ২-১ গোলে ব্রেসিয়াকে, ল্যাজিও ৪-০ গোলে জেনোয়াকে ও রোমা ১-০ গোলে হারিয়েছে লেচ্চেকে। মিলান তাদের ছয় ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে। আর জিতেছে মাত্র দু’টিতে। এর ফলে নিজেদের ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বাজে সময় অতিবাহিত করতে দলটি। মৌসুম শুরুর প্রথম ছয় ম্যাচের মধ্যে চারটিতেই হেরে ৮১ বছর আগের স্মৃতি মনে করিয়েছে তারা। সর্বশেষ ১৯৩৮-৩৯ মৌসুমে প্রথম ছয় ম্যাচের মধ্যে চারটিতে হেরেছিল এসি মিলান। এরও আগে ১৯৩০-৩১ মৌসুমেও একই অবস্থা হয়েছিল দলটির। সুযোগ পাওয়া ইতালিয়ান ক্লাবগুলো চলতি সপ্তাহে চ্যাম্পিয়ন্স লীগের লড়াইয়ে মাঠে নামবে। তার আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে তারা। বেয়ার্ন মিউনিখের সাবেক তারকা মিডফিল্ডার ফ্রাঙ্ক রিবেরি এবারের মৌসুমে প্রথমবারের মতো ফিওরেন্টিনাকে পরপর দুই ম্যাচে জয় উপহার দিয়েছেন। এসি মিলানের বিরুদ্ধে ৭৮ মিনিটে তিনি দলের হয়ে তৃতীয় গোলটি করেন। এর আগে ১৪ মিনিটে এরিক পুলগারের পেনাল্টিতে এগিয়ে যাওয়ার পর গায়েটানো কাস্ট্রোভিলার ৬৬ মিনিটের গোলে ব্যবধান দ্বিগুণ করে ফিওরেন্টিনা। ৫৫ মিনিটে রিবেরিকে ফাউলের অপরাধে সরাসির লালকার্ড পেয়ে মাঠের বাইরে চলে যান মাটেও মুসাচিও। যে কারণে বাকি সময়টা মিলানকে ১০ জন নিয়ে খেলতে হয়েছে। সানসিরোরর সমর্থকরা ম্যাচ শেষে দাঁড়িয়ে রিবেরিকে অভিবাদন জানিয়েছেন। ফিওরেন্টিনার কোচ ভিনসেনজো মনটেলাও রিবেরির প্রশংসা করে বলেন, এটা তার প্রাপ্য ছিল, দারুণ একটি ম্যাচ সে উপহার দিয়েছে। এমনকি পাঁচ থেকে ছয় বছর আগেও তার মধ্যে যে গতি ছিল সেটা এখন না থাকলেও সবসময়ই সে দলের পার্থক্য গড়ে দেয়।। আর মিলান কোচ জিয়াম্পাওলো বলেন, এই ব্যর্থতার দায় আমার। তবে আমি এখানেই থেমে থাকতে চাই না। সামনের দিকে তাকানোতেই বিশ্বাস করি। তবে আমার বিরক্ত লাগছে হারের ধরন দেখে। আমি হয়ত হারতে পারি, কিন্তু এভাবে হেরে যাওয়া মানায় না। দলকে দারুণ ছন্দে এগিয়ে নিয়ে যাওয়া ইন্টার কোচ কার্লো আনচেলোত্তির বড় স্বপ্ন। দীর্ঘদিন পর তিনি ইন্টারকে শিরোপা স্বপ্ন দেখাচ্ছেন। সর্বশেষ ম্যাচে তার দল ৩-১ গোলে হারিয়েছে স্যাম্পডোরিয়াকে। সাবেক রিয়াল মাদ্রিদ ও বেয়ার্ন মিউনিখ কোচ এ প্রসঙ্গে বলেন, আমরা ৩-০ গোলের ব্যবধানে জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। তবে কিছু ইনজুরির কারণে একটি গোল হজম করতে হয়েছে। ইতিবাচক দিক হচ্ছে ম্যাচের একটি কঠিন সময়ে আমরা নিজেদের ধরে রেখেছিলাম। এখনও কিছু খেলোয়াড়ের পূর্ণ ফিটনেস ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সবাই না হলেও কিছু অবশ্য নিজেদের প্রমাণ করতে পেরেছে। আমরা এই ধারাটা মৌসুমের শেষ পর্যন্ত নিয়ে যেতে চাই।
×