ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অভিমত বাংলাদেশ অনুর্ধ-১৮ জাতীয় ফুটবল দলের কোচ এ্যান্ড্রু পিটার টার্নারের

‘এমন অদ্ভুত লাল কার্ড কখনই দেখিনি’

প্রকাশিত: ১২:১১, ১ অক্টোবর ২০১৯

‘এমন অদ্ভুত লাল কার্ড কখনই দেখিনি’

স্পোর্টস রিপোর্টার ॥ নিম্নমান আর পক্ষপাতদুষ্ট রেফারিং। সাফের ফাইনালের পুরোটা সময় বাংলাদেশের যুবাদের লড়তে হয়েছে। ভারতীয় খেলোয়াড়ের সঙ্গে সঙ্গে রেফারিদের বিপক্ষেও। নেপালি তিন রেফারির অধিকাংশ সিদ্ধান্তই গেছে বাংলাদেশের বিপক্ষে। এমনকি জার্সি না খুলেও লাল কার্ড দেখেছেন অধিনায়ক ইয়াছিন আরাফাত। এ নিয়ে ম্যাচ ক্ষোভ ঝরেছে বাংলাদেশের কোচের কণ্ঠে। তবে পুরো আসরে ভাল ফুটবল খেলায় শিষ্যদের প্রশংসা করেছেন এ্যান্ড্রু পিটার টার্নার। তিনি বলেছেন মূলত ইয়াসিনের লাল কার্ডটি ম্যাচ থেকে ছিটকে দিয়েছে দলকে। রেফারিংয়ের মান নিয়েও হতাশ তিনি। টার্নার বলেন, ‘৯ জনের দলে পরিণত হয়েও ছেলেরা অসাধারণ লড়াই করেছে। ওদের নিয়ে আমি গর্বিত। তবে এ ধরনের রেফারিং কোনভাবেই কাম্য নয়। আমি ইপিএল থেকে শুরু করে অনেক ক্লাবের হয়ে খেলেছি। সত্যি বলছি এমন অদ্ভুত লাল কার্ড কখনই দেখিনি।’ ক্রিকেট কিংবা ফুটবল। রেফারি আর আম্পায়ারদের ভারত প্রীতি বিশ্ব ক্রীড়াঙ্গনে নতুন কোন ঘটনা নয়। যার সর্বশেষ উদাহরণ হয়ে রইল সাফ অনুর্ধ-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচটি। শুরুটা করা যাক ম্যাচের অতিরিক্ত সময় দিয়ে। রাভির দুর্দান্ত গোলে তখন ম্যাচ জয়ের উল্লাসে আত্মহারা ভারতীয় যুবারা। ঠিক তখনই রেফারি ও লাইন্সম্যানের চোখে সামনেই বাংলাদেশ দলের ডাগ আউটকে লক্ষ্য করে অশোভন ইঙ্গিত করেন ভারতের মিডফিল্ডার বিক্রম প্রতাপ সিং। বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বিষয়টি রেফারির দৃষ্টি আকর্ষণে বার বার চেষ্টা করেও হন ব্যর্থ। পরে অশোভন সেই ইঙ্গিতে যোগ দেন ডাগ আউটে থাকা আরও দুই ভারতীয় ফুটবলার। তবুও বিক্রমকে কোন ধরনের শাস্তি কিংবা কার্ড দেখাননি নেপালের রেফারি কাবিন বানজানকার। ২১ মিনিটে ফাউলকে কেন্দ্র করে হাতাহাতিতে লিপ্ত হয় দু’দল। যার ফলে লাল কার্ড দেখেন বাংলাদেশের ফাহিম ও ভারতের গুরকিরাত। সঙ্গে হলুদ কার্ড দেখানো হয় বাংলাদেশের অধিনায়ক ইয়াসিনকে। ৪০ মিনিটে সেই ইয়াসিনের গোলেই ম্যাচে ফেরে বাংলাদেশ। সেই গোল উদযাপনে নিজের জার্সি খুলতে গিয়েও আর খোলেননি ইয়াসিন। ফুটবলের নিয়মানুসারে কোন খেলোয়াড় তার জার্সি পুরোটা খুললে দেখানো হয় হলুদ কার্ড। তবুও রেফারি নিয়মের তোয়াক্কা না করে দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেখান বাংলাদেশের অধিনায়ককে। এছাড়া পুরো ম্যাচে বাংলাদেশের ফুটবলারদের দেখানো হয় আরও ৪টি হলুদ কার্ড। খালি চোখে যার ৩টিই ছিল অত্যন্ত দৃষ্টিকটু। তবে রেফারিং নিয়ে আনুষ্ঠানিকভাবে সাফের কাছে কোন অভিযোগ করবে কিনা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), সে বিষয়ে অচিরেই সিদ্ধান্ত নেয়া হবে।
×