ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইতিহাস গড়ে রাজত্ব পুনরুদ্ধার শেলির

প্রকাশিত: ১২:০৯, ১ অক্টোবর ২০১৯

ইতিহাস গড়ে রাজত্ব পুনরুদ্ধার শেলির

স্পোর্টস রিপোর্টার ॥ ট্র্যাক এ্যান্ড ফিল্ডে আবারও ঝড় তুললেন শেলি এ্যান ফ্রেজার প্রাইস। রবিবার দোহার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে চমকপ্রদ পারফর্ম করেই স্বর্ণপদক জিতলেন তিনি। সেইসঙ্গে প্রথম এ্যাথলেট হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে চার সোনা জয়ের ইতিহাস গড়লেন এই জ্যামাইকান স্প্রিন্টার। মা হওয়ার পর প্রথম অসামান্য এই নজির গড়লেন ৩২ বছরের শেলি-এ্যান ফ্রেজার প্রাইস। রবিবার ১০.৭১ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে ১০০ মিটারে প্রথম হন শেলি এ্যান ফ্রেজার-প্রাইস। চলতি বছরে ১০০ মিটারে এটাই সেরা টাইমিংয়ের রেকর্ড। এ যাবতকালের ইতিহাসে যা চতুর্থ সেরা দ্রুতগতির পারফর্মেন্স। জ্যামাইকান স্প্রিন্টার এদিন পরাজিত করেছেন গ্রেট ব্রিটেনের দিনা এ্যাশার-স্মিথকে। ১০.৮৩ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে রৌপ্য জিতেও ইতিহাস গড়েছেন দিনা স্মিথ। তৃতীয় হয়েছেন আইভরি কোস্টের মারিয়ে-জোসে তা লোউ। অন্তঃসত্ত্বার কারণে ২০১৭ সালের পুরোটা সময়ই বিশ্রামে ছিলেন ফ্রেজার। প্রথম সন্তান জিওনের জন্মের পর গত বছরই ট্র্যাকে ফিরেন তিনি। এবার গতির ঝড় তুলে জিতে নিলেন শ্রেষ্ঠত্বের মুকুট। এর আগে ২০০৯ বার্লিন, ২০১৩ মস্কো এবং ২০১৫ সালে বেজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের এই ডিসিপ্লিনে সোনা জিতেছিলেন তিনি। এবার চ্যাম্পিয়ন হওয়ার সৌজন্যে বিশ্ব চ্যাম্পিয়নশিপের এই ইভেন্টে সর্বোচ্চ সোনা জয়ের তালিকায় এখন সবার উপরে ফ্রেজার-প্রাইসের নাম। এই কীর্তি গড়ে তিনি পেছনে ফেলেছেন তিনটি করে জেতা তারই স্বদেশী কিংবদন্তি উসাইন বোল্ট, যুক্তরাষ্ট্রের কার্ল লুইস এবং মরিস গ্রিনকে। সবচেয়ে বেশি বয়সী এ্যাথলেট হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ের রেকর্ড গড়ায় দারুণ রোমাঞ্চিত জ্যামাইকান কিংবদন্তি। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এটা আবারও জিতে আমার বেবিকে নিয়ে এখানে দাঁড়াতে পারায় একটা স্বপ্ন সত্যি হলো। সন্তান জন্মের পর আবারও এই ইভেন্টের চ্যাম্পিয়ন হওয়ায় আশা করি আমি সকলকেই বিশেষ করে যারা পরিবার শুরু করার চিন্তা ভাবনা করছে তাদের একটা অনুপ্রেরণার বার্তা দিতে সক্ষম হয়েছি। এই জয় এটাই প্রমাণ করে যে, তোমার পক্ষে সবকিছুই সম্ভব।’ এই ইভেন্টে রৌপ্য জিতেও ব্রিটেনকে গর্বিত করেছেন দিনা স্মিথ। সেইসঙ্গে নিজেকে নিয়ে গেছেন ইতিহাসের সোনালি পাতায়। ৩৬ বছরের মধ্যে প্রথম ব্রিটিশ মহিলা এ্যাথলেট হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে একক কোন ইভেন্টে পদক জিতলেন ২৩ বছর বয়সী এই তারকা। এদিকে, তিন সপ্তাহ আগেও শঙ্কা ছিল, বিশ্ব এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে হয়ত অংশ নেয়া হবে না যুক্তরাষ্ট্রের ক্রিস্টিয়ান কোলম্যানের। দেশটির ডোপিং বিরোধী সংস্থা (ইউএসএডিএ) জানিয়েছিল, ১২ মাসের মধ্যে তিনটি ডোপ পরীক্ষা দেননি তিনি। অভিযোগ প্রমাণিত হলে দুই বছরের নিষেধাজ্ঞাও পেতে পারতেন। কিন্তু পরবর্তীতে জানা যায়, পরীক্ষার সময় নিয়ে গোলমাল ছিল। তাতে ইউএসএডিএ কোলম্যানের বিরুদ্ধে আনা অভিযোগ তুলে নেয়। আর তাতেই কাতারের দোহায় চলমান চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে অংশ নেয়ার অনুমতি পেয়ে যান। সুযোগটা লুফে নিয়ে দুর্দান্ত নৈপুণ্য উপহার দেন তরুণ প্রতিভাবান এই স্প্রিন্টার। স্বদেশী জাস্টিন গ্যাটলিনকে পেছনে ফেলে জিতলেন স্বর্ণপদক। শনিবার ৯.৭৬ সেকেন্ড নিয়ে দৌড় শেষ করেন ২৩ বছর বয়সী কোলম্যান। ১০০ মিটার স্প্রিন্টের ইতিহাসে যা ষষ্ঠ সেরা টাইমিং। অর্থাৎ কোলম্যান কেবল বর্তমান বিশ্বের দ্রুততম মানবই নন, সর্বকালের ষষ্ঠ সেরা দ্রুততম স্প্রিন্টারও। রৌপ্য জেতেন ৩৭ বছর বয়সী গ্যাটলিন। তিনি সময় নেন ৯.৮৯ সেকেন্ড। কানাডার আন্দ্রে দে গ্রাসি ৯.৯০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জপদক লাভ করেন। সবমিলিয়ে পাঁচ স্প্রিন্টার ১০ সেকেন্ডের কম সময়ে ফিনিশং লাইন অতিক্রম করেন।
×