ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বার্বির পরিবর্তন

প্রকাশিত: ১১:১৮, ১ অক্টোবর ২০১৯

বার্বির পরিবর্তন

ফর্সা, মেদহীন, সুন্দর চোখ, সোনালি চুলের বার্বি ডলের পরিবর্তন আনছে ম্যাটেল। নতুন ধরনের পুতুলে রয়েছে ছোট বা লম্বা, বিভিন্ন ধরনের জুতা ও পোশাকের বিকল্প, চামড়ার নানা রং, সরু মোটা গড়ন। ম্যাটেল ফ্যাশন ডল ডিজাইনের সিনিয়র সহ-সভাপতি কিম কালমন এক বিবৃতিতে বলেন, খেলনা আসলে সংস্কৃতিরই প্রতিচ্ছবি এবং বিশ্ব এখন অন্তর্ভুক্তির ইতিবাচক প্রভাব উদ্যাপন করে চলেছে। আমরা অনুভব করেছি যে, স্টিরিওটাইপমুক্ত পুতুল তৈরির সময় এসেছে। গবেষণার মাধ্যমে আমরা শুনেছি যে বাচ্চারা মোটেও চায় না তাদের খেলনা পুতুলে লিঙ্গ বিভাজনের নিয়ম আদৌ বহাল থাকুক। এই ধরনের পুতুল সব বাচ্চাকে তাদের অবাধে অভিব্যক্তি প্রকাশে সহায়তা করবে। কয়েক বছর ধরেই ম্যাটেল তার পুতুলের মডেলগুলোর মধ্যে বৈচিত্র্য আনার চেষ্টা করে চলেছে। বিশেষত আইকনিক বার্বি ডলকে বদলের চেষ্টা চলছে ভালভাবেই। তন্বী, সাইজ জিরো স্বর্ণকেশী ফর্সা, হাই হিল পরা বার্বিকে আর পাঁচটা সাধারণ চেহারার সঙ্গে একাত্ম করার কাজ চলছে অনেকদিন ধরেই। ২০১৬ সাল থেকে ক্যালিফোর্নিয়ার ম্যাটেল সংস্থা উল্লেখযোগ্যভাবে কার্ভি, পেটাইট ও লম্বা বার্বির মডেল চালু করেছে। এই পরিবর্তনের ফলে বার্বির বিক্রিতে টানা সাতটি প্রান্তিক প্রবৃদ্ধি দেখা গেছে। ফরাসী পুতুল নির্মাতারা জেন্ডার পুতুল ও খেলনাকে জেন্ডার স্টিরিওটাইপমুক্ত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়। কেবল সুন্দরী মডেল পুতুল খেলিয়ে মেয়েদের গণিত ও বিজ্ঞান থেকে দূরে রেখেছে বলে অভিযোগ উঠেছে নির্মাতাদের বিরুদ্ধে। তারপরেই একটি চুক্তি স্বাক্ষর করেন পুতুল নির্মাতারা। -এনডিটিভি
×