ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগামী বছর অর্ধেক হজযাত্রী সরকারী ব্যবস্থাপনায় পাঠানোর লক্ষ্য নির্ধারণ

প্রকাশিত: ১১:১৭, ১ অক্টোবর ২০১৯

আগামী বছর অর্ধেক হজযাত্রী সরকারী ব্যবস্থাপনায় পাঠানোর লক্ষ্য নির্ধারণ

স্টাফ রিপোর্টার ॥ ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন- এবার হজ ব্যবস্থাপনায় কোন ত্রুটি ছিল না। ফলে অন্য বছরের মতো এবার এহরাম পরা অবস্থায় হাজিদের ঢাকার রাস্তায় ঘুরতে দেখা যায়নি। আগামী বছর মোট হজযাত্রীর ৫০ শতাংশ সরকারী ব্যবস্থাপনায় হজ করতে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সোমবার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ ব্যবস্থাপনার সফল সমাপ্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সেখানে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আনিছুর রহমান উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, এ বছর সরকারী ব্যবস্থাপনায় ৬,৯২৩ জন এবং বেসরকারী ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজারসহ মোট এক লাখ ২৬ হাজার ৯২৩ জন হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। হজ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সদস্যসহ সব মিলিয়ে এক লাখ ২৭ হাজার ১৫২ জন এবার হজ করেছেন। এবারের হজ ব্যবস্থাপনায় কোন ত্রুটি হয়নি বলেই এটি সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে বলেছিলেন, হাজিরা আল্লাহর মেহমান। তাদের চোখে আমি পানি দেখতে চাই না। কোন হজযাত্রীকে এহরাম পরে যেন রাস্তাঘাটে ঘুরতে না হয়।’ আলহামদুলিল্লাহ এবার কোন হাজিকে হজে যেতে না পেরে এহরাম পরে রাস্তায় ঘুরতে দেখা যায়নি। তিনি আরও বলেন, এ বছর ৫৯৮ হজ এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করেছে। হজ করতে গিয়ে ১১৮ জন বাংলাদেশী হাজি সৌদি আরবে মারা গেছেন। এর মধ্যে সরকারী ব্যবস্থাপনা ৫ জন এবং বেসরকারী ব্যবস্থাপনা ১১৩ জন হজে গিয়েছিলেন। মারা যাওয়া হাজিদের মধ্যে ১০১ পুরুষ এবং ১৭ নারী। মক্কায় মারা গেছেন ১০৩, মদিনায় ১৩ ও জেদ্দায় দু’জন। অসুস্থ হয়ে পড়ে ছিলেন ৮ জন। এর মধ্যে ৬ জন দেশে ফিরেছেন। একজন সৌদিতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন এবং একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মারা যাওয়া হাজিদের মক্কার সরাইয়া ও মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আগামী বছর হজ ব্যবস্থাপনায় আরও উন্নতি হবে। কারণ এ বছরটি ছিল আমার প্রথম ব্যবস্থাপনা। অতীতের কোন অভিজ্ঞতা ছিল না। এবারের অভিজ্ঞতা আগামী বছর কাজে লাগাব।’
×