ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রংপুর উপনির্বাচন

কোন অনিয়ম বরদাশত করা হবে না ॥ সিইসি

প্রকাশিত: ১১:০৮, ১ অক্টোবর ২০১৯

কোন অনিয়ম বরদাশত করা হবে না ॥ সিইসি

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩০ সেপ্টেম্বর ॥ ভোটকেন্দ্রে ভোটাররা নিরাপদে ভোট দিতে আসবেন এবং নিরাপদে ভোট দিয়ে বাড়িতে ফিরে যাবেন। এর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। তবে নির্বাচনে কারচুপি কিংবা ভোটকেন্দ্র দখলসহ যেকোন অনিয়মের তথ্য পেলে সেই ভোটকেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে। এ বিষয়ে কোন অনিয়ম বরদাশত করা হবে না। আমরা এ সবের সঙ্গে কোন কমপ্রোমাইজ করব না। সোমবার দুপুরে রংপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা এসব কথা বলেন। তিনি আরও বলেন, রংপুর-৩ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে। ফলে নির্বাচন নিয়ে কোন ধরনের আশঙ্কার কারণ নেই।
×