ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নড়াইলের জজ শেখ আহাদকে বিচার থেকে বিরত রাখার নির্দেশ

প্রকাশিত: ১১:০৮, ১ অক্টোবর ২০১৯

নড়াইলের জজ শেখ আহাদকে বিচার থেকে বিরত রাখার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ নড়াইলের জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদকে এক বছরের জন্য সব ধরনের ফৌজদারি মামলার বিচার কাজ থেকে বিরত রাখতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। সোমবার সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে ১২ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। ২৯ আগস্ট এ রায় প্রদান করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। একটি হত্যা মামলার প্রধান আসামিকে অব্যাহতি দিয়ে অভিযোগ গঠন করায় এ আদেশ দেন আদালত। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেন, ‘চার্জ গঠন পর্যায়ে প্রধান আসামিকে মামলা থেকে অব্যাহতি দিয়ে বিচারক শেখ আব্দুল আহাদ মারাত্মক ভুল করেছেন, যা বেআইনী এবং ন্যায়বিচারের পরিপন্থী। পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে আরও বলা হয়, ‘শেখ আব্দুল আহাদকে আগামী এক বছরের জন্য দায়রা মামলা পরিচালনা থেকে বিরত রাখা প্রয়োজন; যাতে এ সময়ের মধ্যে বিজ্ঞ বিচারক দায়রা মামলা পরিচালনার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন।’ ওই বিচারকের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে আইন সচিব, সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেয়া হয়েছে। গত ৭ জুলাই এ বিষয়ে রুল জারি করে আদালত। নড়াইলের কালিয়ার এনামুল হত্যা মামলার প্রধান আসামিকে বাদ দিয়ে অভিযোগ গঠন করায় নড়াইলের এই জেলা ও দায়রা জজের বিচারিক ক্ষমতা কেন প্রত্যাহার করা হবে না, রুলে তা জানতে চায় আদালত।
×