ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চৌগাছায় নারীর মৃত্যু

দেশে এখনও ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১৪৮১ জন

প্রকাশিত: ১১:০৭, ১ অক্টোবর ২০১৯

দেশে এখনও ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১৪৮১ জন

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে এখনও ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১ হাজার ৪৮১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে ৫৫৫ জন এবং ঢাকার বাইরের ৯২৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৩৪৮ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় আক্রান্তের সংখ্যা ১শ’ এবং ঢাকা বাইরে এই সংখ্যা ২৪৮ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ্ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুম। এদিকে যশোরের চৌগাছায় সোমবার সীমা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তারা জানায়, মৌসুমের শুরু থেকে সোমবার পর্যন্ত এ বছরে মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৮৭ হাজার ৯৫৩ জন। এর মধ্যে ৮৬ হাজার ২৪১ জন চিকিৎসায় সুস্থ হয়েছেন। তাদের হিসাবে সারাদেশে ৮১ জন ডেঙ্গু জ্বরের আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। দেশে এবারই প্রথম সারাদেশে, ডেঙ্গু মহামারি আকার ধারণ করে। গত জানুয়ারি থেকেই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। তাদের হিসাব মতে গত জুন থেকে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। জুলাইতে ভয়াবহ আকার ধারণ করে। আগস্ট পর্যন্ত এই ভয়াবহতা অব্যাহত ছিল। এরপরই ডেঙ্গু আক্রন্তের সংখ্যা কমে আসছে। কিন্তু এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। চৌগাছায় ডেঙ্গুতে নারীর মৃত্যু ॥ স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, জেলার চৌগাছায় ডেঙ্গুতে দুই সন্তানের জননী সিমা খাতুন (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি যশোরের ইবনেসিনা হাসপাতালে ভর্তি ছিলেন। সীমা উপজেলার পাতিবিলা গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য বিশারত হোসেন। হাসপাতাল থেকে রিলিজ দেয়ার পর সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
×