ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আমানকে নিম্ন আদালতে আত্মসমর্র্পণের নির্দেশ

প্রকাশিত: ১১:০১, ১ অক্টোবর ২০১৯

আমানকে নিম্ন আদালতে আত্মসমর্র্পণের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ ভয়ভীতি, হত্যার হুমকির অভিযোগের মামলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমানকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই ছয় সপ্তাহ তাকে গ্রেফতার বা হয়রানি না করতেও নির্দেশ দেয়া হয়েছে। এদিকে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকভুক্তির পরীক্ষায় বেসরকারী স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ৪১ শিক্ষার্থীকে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড ও ফরম পূরণের সুযোগ দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। চিকিৎসকসহ বিভিন্ন পদে ১৪৩ জন নিয়োগে স্বাস্থ্য অধিদফতরের একটি প্রকল্পের জন্য জারি করা সার্কুলার দুই মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে আপীল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে এ বিষয়ে শুনানির জন্য আপীল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়েছে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত শেখ হাসিনা সেতু সংলগ্ন এলাকায় পর্যটনকেন্দ্র নির্মাণে সরকারের সিদ্ধান্তের বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ (আউট অব লিস্ট) দিয়েছে হাইকোর্ট। সোমবার আপীল বিভাগের চেম্বার জজ আদালত ও হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছে। ভয়ভীতি, হত্যার হুমকির অভিযোগের মামলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমানকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোঃ কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আমানের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট জয়নুল আবেদীন ও এ্যাডভোকেট সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম।
×