ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৯:৩৬, ১ অক্টোবর ২০১৯

 টু   ক  রো  খ   ব   র

অস্ত্রসহ মাদক বিক্রেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৩০ সেপ্টেম্বর ॥ অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী জাহেদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ১টি এলজি, ২টি কার্তুজসহ পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় স্থানীয়রা এলাকায় মিষ্টি বিতরণ করেছে। জানা গেছে, সন্ত্রাসী জাহেদের বিরুদ্ধে দীর্ঘদিন এলাকায় মাদক বিক্রি থেকে শুরু করে বিভিন্ন চাঁদাবাজির অভিযোগ রয়েছে। দীর্ঘদিন থেকে তার ওপর নজরদারির মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা করে। আটককৃত জাহেদ হাসান জাহিদ, সদর থানার হরিনারায়ণপুর এলাকার জাকের হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র এবং মাদকসহ ৮টি মামলা রয়েছে। যৌন হয়রানির মামলায় শিক্ষক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৩০ সেপ্টেম্বর ॥ তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির মামলার আসামি শিক্ষক জাকির হোসেনকে আটক করেছে পুলিশ। সোমবার উপজেলার দক্ষিণ চেচরী গ্রাম থেকে আটক করা হয়। আটককৃত জাকির হোসেন বড় কাঁঠালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। যৌন হয়রানির শিকার ওই ছাত্রীর মা বাদী হয়ে জাকির হোসেনকে আসামি করে রবিবার রাতে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। জানা গেছে, শিক্ষক জাকির হোসেন তৃতীয় শ্রেণীর ক্লাসে বাংলা বিষয়ে পাঠদানের সময় দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে ওই ছাত্রীকে যৌন হয়রানি করে আসছিল। এ ঘটনা অন্য কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখানো হয়। কীর্তনখোলার প্রাণ ফেরাতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কীর্তনখোলা নদীর তীরে অবৈধ দখল-দূষণ এবং বালু মহাল ইজারা বন্ধ করাসহ নদীর নাব্যতা রক্ষার দাবিতে সোমবার সকালে কীর্তনখোলা নদীর তীরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। ‘নদী একটি জীবন্ত সত্ত্বা এর আইনী অধিকার নিশ্চিতকরণ, নদীর জায়গা নদীকে ছেড়ে দিন-নদীকে তার প্রবাহমান গতিতে এনে দিন’ সেøাগানকে সামনে রেখে বিশ্ব নদী দিবস উপলক্ষে সম্মিলিত উদযাপন পরিষদের ব্যানারে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক সুরঞ্জিত দত্ত। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, বরিশালের সৌন্দর্য কীর্তনখোলা নদী রক্ষা করতে প্রশাসনের পক্ষ থেকে যা যা করণীয় তা করা হবে।
×