ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

প্রকাশিত: ০৯:৩৫, ১ অক্টোবর ২০১৯

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৩০ সেপ্টেম্বর ॥ বোয়ালমারীতে বালুভর্তি একটি থ্রি হুইলারের চাপায় আছিয়া (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলাধীন গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রামের রেনিনগর-চন্দনী সড়কের শহিদুলের মুদি-দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম আছিয়া। সে গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রামের ইকবাল ম-লের মেয়ে। জানা গেছে ঘটনার সময় ওই শিশুটি সড়কের পাশে দাঁড়ানো ছিল। ওই সময় বালু ভর্তি ওই ফ্রি-হুইলারটি চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। এ দুর্ঘটনার পর থ্রি-হুইলার চালক সুমন পালিয়ে যায়। তবে এলাকাবাসী ওই গাড়িতে থাকা দুই শ্রমিক চরবর্ণি গ্রামের রবিউল মোল্লার ছেলে জসিম মোল্লা ও রতন মোল্লার ছেলে সজল মোল্লাকে আটক করে বোয়ালমারী থানা পুলিশের হাতে তুলে দেয়। কচুয়ায় চেক বিতরণ নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ৩০ সেপ্টেম্বর ॥ রাস্তা বনায়ন কর্মসূচীর উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারী সংস্থা কেইডিপির ৬০ উপকারভোগী ও ২টি ইউনিয়ন পরিষদকে ৮ লাখ ৪৪ হাজার ৪শ’ ২৫ টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। কেআইডিপির নির্বাহী পরিচালক এসএম মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধরণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সংস্থার সহকারী পরিচালক এমরান হোসেন প্রমুখ। পূজাম-পে অনুদান স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে চট্টগ্রাম মহানগরীর পূজাম-পগুলোকে আর্থিক অনুদান দিলেন সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। সোমবার দুপুরে চসিক পুরাতন ভবনের সম্মেলন কেন্দ্রে মহানগরীর ৪১টি ওয়ার্ডের দুর্গোৎসব কমিটির কাছে তিনি এই অনুদান প্রদান করেন। চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশের সকল মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছে। অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য গতিতে। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব শুধুমাত্র সনাতন ধর্মালম্বীদের নয়, এটা সার্বজনীন উৎসব। শত শত বছর ধরে আপামর বাঙালী এ উৎসবকে নিজের করে নিয়েছে।
×