ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘জয় হিন্দ’ স্লোগান দিয়ে সমালোচনায় রাবি উপাচার্য ॥ ব্যাখ্যা দিল প্রশাসন

প্রকাশিত: ০৯:৩৪, ১ অক্টোবর ২০১৯

‘জয় হিন্দ’ স্লোগান দিয়ে সমালোচনায় রাবি উপাচার্য ॥ ব্যাখ্যা দিল প্রশাসন

রাবি সংবাদদাতা ॥ সম্প্রতি এক অনুষ্ঠানে ‘অখ- ভারতের জয়ধ্বনি’ দেয়ায় তীব্র সমালোচনায় পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান। বিশ^বিদ্যালয়ের সিনেট ভবনে ‘জয় হিন্দ’ স্লোগান দেয়ার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তোপের মুখে পড়েন উপাচার্য। সোমবার উপাচার্যের ওই স্লোগানের ব্যাখ্যা দিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিশ^বিদ্যালয় জনসংযোগ দফতর। জনসংযোগ প্রশাসক ড. প্রভাষকুমার কর্মকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপাচার্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সর্বাঙ্গীন সহযোগিতা, বিশেষ করে মুক্তিযুদ্ধকালীন এক কোটি শরণার্থীর খাদ্য-বাসস্থানের যোগানদান, মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও প্রশিক্ষণের মাধ্যমে সহযোগিতাকরণ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন, সর্বোপরি বিশ্বজনমত সৃষ্টির দ্বারা স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানী কারাগার থেকে মুক্তকরণে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ও তার সরকারসহ সে দেশের জনগণের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের এই সহযোগিতার জন্য ভারত রাষ্ট্রের দীর্ঘায়ু কামনা করতে গিয়ে উপাচার্য মহোদয় অতি প্রাসঙ্গিকভাবেই ‘জয় হিন্দ’ শব্দযুগল ব্যবহার করেন এবং তা তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ উচ্চারণের পর বলেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘প্রকৃতপক্ষে সংবাদটি অত্যন্ত চতুর ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে উপস্থাপনের মাধ্যমে দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হয়েছে বলে কর্তৃপক্ষ মনে করে।’ এদিকে সোমবার আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ^বিদ্যালয়ের জামায়াত ও বিএনপিপন্থী শিক্ষকদের একাংশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম উপাচার্যের স্লোগানের প্রতিবাদ জানিয়েছে। এর আগে গত রবিবার বিএনপি ও জামায়াত সমর্থিত বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ^াসী শিক্ষকরা এক বিবৃতিতে উপাচার্যের এই ‘ধৃষ্টতা রাষ্ট্রদ্রোহিতার শামিল’ বলে উল্লেখ করেন।
×