ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় বিদ্যুতের পাঁচ খুঁটি হেলে পড়ল সড়কে

প্রকাশিত: ০৯:৩৩, ১ অক্টোবর ২০১৯

খুলনায় বিদ্যুতের পাঁচ খুঁটি হেলে পড়ল সড়কে

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীর কেডিএ এভিনিউ সড়কের পাশে ড্রেন প্রশস্তকরণের কাজ চলছে। একই পথে চলছে শত শত মানুষ ও যানবাহন। খুলনা সিটি কর্পোরেশনের চলমান এ কাজের মাঝে সোমবার সকাল ৯টার দিকে ওই সড়কের হাতিলের শো রুমের পাশে একসঙ্গে হেলে পড়ল বিদ্যুতের ৫টি খুঁটি। টেলিফোন লাইনের খুঁটিও হেলে পড়ে। তবে এতে পথচারী ও যানবাহনের কোন ক্ষতি হয়নি। এদিকে ড্রেনের খননকৃত মাটির স্তূপ জমেছে রাস্তায়। কেডিএ এভিনিউ সড়ক খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত। এই সড়ক নির্মাণকালে অপরিকল্পিতভাবে খুবই অপ্রশস্ত ড্রেন তৈরি করা হয়। সামান্য বৃষ্টিতেই রাস্তা তলিয়ে যায়, প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। সৃষ্টি হয় জলাবদ্ধতা। শুধু কেডিএ এভিনিউ নয়, কেডিএর বাস্তবায়িত অন্যান্য প্রকল্পও ত্রুটিপূর্ণ বলে অভিযোগ রয়েছে। এদিকে নগরীর জলাবদ্ধতা নিরসনে ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা দূরীকরণে খুলনা সিটি কর্পোরেশন প্রকল্প বাস্তবায়ন করছে। চলমান এ প্রকল্পের কাজের মাঝেই মেশিন দিয়ে ড্রেনের মাটি কাটতে গিয়ে সোমবার সকালে একসঙ্গে হেলে পড়ল বিদ্যুতের ৫টি খুঁটি। এ সময় কর্মরত শ্রমিক, পথচারী, যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে ভীতি আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) থেকে সেখানে বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেয়া হয়। বিদ্যুত বিভাগের কর্মকর্তাসহ প্রকৌশলীরা ঘটনাস্থলে আসেন। বিদ্যুত বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে খুঁটি অপসারণের কাজ শুরু করে। ওজোপাডিকোর একাধিক কর্মকর্তা জানান, কেসিসির ঠিকাদারের লোকেরা মেশিন দিয়ে ড্রেন প্রশস্ত করতে গিয়ে খুঁটির পাশের মাটি বেশি সরিয়ে ফেলেছে। যে কারণে এ ঘটনা ঘটেছে। তারা বলেন, খুঁটি সংলগ্ন ২ থেকে ৩ ফিট মাটি সরাতে ঠিকাদারকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু সেটা না করায় ১১ হাজার ভোল্টের ৫টি খুঁটি হেলে পড়েছে। খুঁটি হেলে পড়ার পরপর বিদ্যুত বন্ধ করে দেয়া হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ায় কারও কোন ক্ষতি হয়নি। ডেভেলপমেন্টের কাজ করতে গিয়ে এ ধরনের কিছু সমস্যা হতেই পারে।
×