ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলাপাড়া-লোন্দা সড়কে খানাখন্দ ॥ যান চলাচল বন্ধের উপক্রম

প্রকাশিত: ০৯:৩২, ১ অক্টোবর ২০১৯

কলাপাড়া-লোন্দা সড়কে খানাখন্দ ॥ যান চলাচল বন্ধের উপক্রম

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩০ সেপ্টেম্বর ॥ কলাপাড়া-লোন্দা সড়কে খানা-খন্দের কারণে এখন যানবাহন চলাচল বন্ধের উপক্রম হয়েছে। কলাপাড়া পৌর সভাসহ উপজেলা সদরের সঙ্গে ধানখালীর পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক এটি। ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের মানুষ চলাচল করছে এ পথে। প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। রাস্তাটি এখন আর চলাচলের উপযোগী নেই। এখন প্রায় সময় মালবাহী যানবাহন আটকে যায় রাস্তার গর্তে। যানবাহন চলাচলে চরম ঝুঁকি পোহাতে হয়। একেতো সরু, সিঙ্গেল সড়ক। তার ওপর হাল্কা যান, অটো-টমটম-ভ্যান চলাচল উপযোগী সড়ক নির্মাণ করে এলজিইডি কর্তৃপক্ষ। ২০১৩ সাল থেকে এ সড়কে তাপ বিদ্যুত কেন্দ্রের যানবাহন চলাচল শুরু হয়। ভারি যানবাহন চলাচল করতে থাকে। এছাড়া ছয় চাকার অবৈধ দৈত্যাকৃতির যানবাহন (হামজা) রড, সিমেন্ট ও ইট বোঝাই করে চলতে গিয়ে সড়কটির হাজারো স্পটে সিলকোট সম্পূর্ণভাবে উঠে গেছে। ভেঙ্গে কোথাও কোথাও বড় গর্ত হয়ে আছে। বৃষ্টির পানি জমে একাকার হয়ে থাকে। ফোরলেন সড়কের সামনে একটি কালভার্ট ভেঙ্গে গেছে। এখন সেখানে স্লিপার দিয়ে চলাচল করতে হয়। টিয়াখালী-লোন্দা সেতু পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ এ সড়কটি এখনই মেরামত করা প্রয়োজন। নইলে যোগাযোগ বিচ্ছিন্নের শঙ্কা রয়েছে। টিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু জানান, এ সড়কটি এখন আর ব্যবহারের অবস্থায় নেই। তার পরামর্শ গুরুত্বপূর্ণ এ সড়কটি দ্রুত মেরামতসহ প্রশস্থ করা প্রয়োজন। সোনারগাঁয়ের জাদুঘর সড়ক সংবাদদাতা সোনারগাঁ নারায়ণগঞ্জ থেকে জানান, সোনারগাঁয়ে পর্যটন নগরী পানাম ও বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশন (জাদুঘর) প্রধান সড়কের ২ কিমি পথে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে পানি জমে থাকায় যান চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে, ঘটছে দুর্ঘটনা। জানা গেছে, প্রায় সাত মাস আগে সড়কটি মেরামত করা হলেও কিছুদিনের মধ্যে এ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানি জমে যান চলাচলে বিঘœ ঘটে। ভোগান্তি থেকে রক্ষা পেতে এলাকাবাসী আন্দোলনও করেছেন। এলাকাবাসীর অভিযোগ, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দীর্ঘসময় জমে এ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
×