ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধন

প্রকাশিত: ০৯:৩১, ১ অক্টোবর ২০১৯

ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধন

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ৩০ সেপ্টেম্বর ॥ পূর্বশত্রুতার জের ধরে কালকিনিতে স্বজল ম-ল নামের এক কৃষকের মাছের ঘেরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানায়। এ বিষয়ে থানায় দুজনের নাম দিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক। সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, উপজেলার নবগ্রাম এলাকার উত্তর চলবল গ্রামের সমিরন ম-লের ছেলে স্বজল ম-ল তিন একর জমি লিজ নিয়ে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে রুই, কাতলা, তেলাপিয়া ও সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। মাছগুলো কিছুদিন পরেই তিনি বিক্রি করতো। সার্ভেয়ারদের প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩০ সেপ্টেম্বর ॥ সোমবার বেলা ১১টার দিকে মান্দায় বেসরকারী পর্যায়ের সার্ভেয়ারদের নিয়ে মতবিনিময় ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিস ও মান্দা উপজেলা সার্ভেয়ার/আমিন সমিতির যৌথ আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়। ইউএনও আব্দুল হালিমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম হাবিবুল হাসান, সাবরেজিস্ট্রার শংকর চন্দ্র বর্মণ, মান্দা থানার উপপরিদর্শক আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু প্রমুখ।
×