ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চিংড়ি মাছের ওজন বাড়াতে ক্ষতিকর জেল পুশ

প্রকাশিত: ০৯:৩০, ১ অক্টোবর ২০১৯

চিংড়ি মাছের ওজন বাড়াতে ক্ষতিকর জেল পুশ

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ৩০ সেপ্টেম্বর ॥ ভৈরবে চিংড়ি মাছের ওজন বাড়াতে মাছে পুশ করা হচ্ছে জেল। প্রতি সাড়ে সাতশত গ্রাম চিংড়ি মাছে আড়াইশ গ্রাম জেল পুশ করে এক কেজি বানানো হয়। ভেজাল দেয়ার দায়ে রবিউল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৯ কেজি চিংড়ি মাছে আড়াই কেজি জেল পুশ করার দায়ে রবিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা তাকে এ জরিমানা করেন। অভিযুক্ত মাছ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, এই চিংড়ি মাছ সাতক্ষীরা থেকে এসেছে। বিশেষ ধরনের এই জেল ভৈরব পাওয়া যায় না। সাতক্ষীরার ব্যবসায়ীরাই জেল পুশ করে আমাদের কাছে বিক্রি করেছে। উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানান, জেল পুশ করা ভেজাল চিংড়ি মাছ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
×