ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বরিশালে দেড় কোটি টাকা নিয়ে বন্ধন উধাও ॥ গ্রাহকরা বিপাকে

প্রকাশিত: ০৯:২৯, ১ অক্টোবর ২০১৯

বরিশালে দেড় কোটি টাকা নিয়ে বন্ধন উধাও ॥ গ্রাহকরা বিপাকে

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গ্রাহকের প্রায় দেড় কোটি টাকা নিয়ে আত্মগোপন করেছেন কথিত বন্ধন সমিতির প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম। নিজেদের জমাকৃত টাকা ফেরত পেতে আত্মগোপন করা রফিকুলের খোঁজে বিভিন্নস্থানে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন বাকেরগঞ্জ উপজেলার কামারখালি ও চরামদ্দি বাজার এলাকার দুটি শাখার কয়েকশ’ প্রতারিত। জানা গেছে, উপজেলার দাড়িয়াল ইউনিয়নের মিরমদন গ্রামের বাসিন্দা ও মিরমদন হামিদীয়া জামে মসজিদ কমিটির সভাপতি রফিকুল ইসলাম খান বেসরকারী আশা সমিতির মাঠকর্মী হিসেবে চাকরি করতেন। গত এক বছর আগে তিনি চাকরি ছেড়ে বন্ধন সমিতি প্রতিষ্ঠা করেন। বাকেরগঞ্জ উপজেলার কামারখালি বাজার এবং চরামদ্দি বাজার এলাকায় বন্ধন সমিতির দুইটি শাখা ছিল। তিনি (রফিকুল) নিজেই ওই সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। প্রতারিত গ্রাহকরা জানান, প্রতি এক লাখে প্রতি মাসে পনেরশ’ টাকা লাভ দেয়ার প্রলোভন দেখিয়ে দুইটি শাখার অন্তর্ভুক্ত কয়েকশ’ ব্যক্তির কাছ থেকে রফিকুল ইসলাম প্রায় দেড় কোটি টাকা জমা নিয়েছেন। এলাকার সাধারণ মানুষ অধিক লাভের আশায় ব্যাংক থেকে টাকা উত্তোলন করে রফিকুল ইসলামের বন্ধন সমিতিতে জমা করেন। পরবর্তীতে কয়েক মাস গ্রাহকের লাভের টাকা পরিশোধ করেন রফিকুল। এরইমধ্যে গত এক সপ্তাহ পূর্বে গ্রাহকরা বন্ধন সমিতির দুটি অফিসে তালা ঝুলানো দেখে প্রতিষ্ঠাতা রফিকুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পেয়ে দিশেহারা হয়ে পরেন। পরবর্তীতে গত এক সপ্তাহেও তার কোন খোঁজ মেলেনি। লোহাগাড়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুখছড়ি হাছিরপাড়ায় পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, হতভাগ্য দুই শিশুর নাম জিহাদ (৬) ও আব্দুল্লাহ আল তাওহিদ (৪)। তারা ওই এলাকার আব্দুল গফুরের পুত্র। সকালে দুই ভাই খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে নিখোঁজ হয়ে যায়। এক পর্যায়ে এই দুই শিশুর লাশ পুকুরে ভেসে ওঠে।
×