ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত

প্রকাশিত: ০৯:২৯, ১ অক্টোবর ২০১৯

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে মিয়ানমারের মাদক কারবারি দুই রোহিঙ্গা নিহত হয়েছে। সোমবার ভোরে হ্নীলা জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দু’জন ইয়াবা কারবারি বলে বিজিবি জানিয়েছে। ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, দুটি দেশীয় বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে। নিহতরা হচ্ছে- মোহাম্মদ ইউনুছ (২১) ও মোহাম্মদ জামাল (২৭। তারা দু’জনই মিয়ানমারের মংডু শিকদার গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, এ সময় তাদের আত্মসমর্পণের আহ্বান জানায় বিজিবি। এতে সাড়া না দিয়ে বিজিবির ওপর গুলি চালায় ইয়াবা কারবারিরা। যশোরে চোরাই পণ্যসহ আটক সাত স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জেলা গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেল, দুইটি ল্যাপটপ ও দুইটি মোবাইল উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ৭ জনকে। আটককৃতরা হলো, নড়াইলের কালিয়া উপজেলার মাথাভাঙ্গা গ্রামের মৃত কবর আলী সিকদারের ছেলে জুয়েল সিকদার, মনিরুজ্জানের ছেলে ওবায়দুল্লাহ, খুলনার তেরখাদা উপজেলার আটলিয়া গ্রামের গোলজার সরদারের ছেলে মুজাহিদ, যশোর শহরের আরবপুর কলুপাড়ার শুকুর আলীর ছেলে আলাউদ্দিন, সদর উপজেলার রামনগর ধোপাপাড়ার আবুল হাসানের ছেলে মাসুদ রানা, রাজারহাটের আনোয়ার হোসেনের ছেলে হিমেল, রামনগর স্কুলপাড়ার ফয়জুর রহমানের ছেলে রফিকুল ইসলাম মুন্না।
×