ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাইখালীতে সন্ধ্যা নামলেই বন্যহাতির হানা ॥ আতঙ্ক

প্রকাশিত: ০৯:২৮, ১ অক্টোবর ২০১৯

রাইখালীতে সন্ধ্যা নামলেই বন্যহাতির হানা ॥ আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, ৩০ সেপ্টেম্বর ॥ প্রায় প্রতিদিন চন্দ্রঘোনার রাইখালী এলাকার লোকালয়ে হানা দিচ্ছে ৩০-৩৫টি বন্য হাতি। রাইখালীর ১৫ গ্রামের কৃষকের ক্ষেত-খামারের লক্ষাধিক টাকার ফসল খেয়ে সাবাড় করে দিচ্ছে। পায়ে পিষ্ট করে, শুঁড় দিয়ে উপড়ে তছনছ করে দিচ্ছে। এ ছাড়া বন্য হাতি মানুষের ওপরও হামলা করছে, ঘরবাড়ি ভেঙ্গে গুঁড়িয়ে দিচ্ছে। গত ২৭ সেপ্টেম্বর রাত দেড়টায় রাইখালীর ডংনালা গ্রামের নিজ বাসার সামনেই বন্যহাতির আক্রমণের শিকার হন রাইখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন। এ সময় নাছির মাথা, বুকে ও পিঠে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে ভর্তি করেন। ২৩ সেপ্টেম্বর রাতে ডংনালা এলাকার পল্লী চিকিৎসক ছোথোয়াইপ্রু মারমার পুত্র রেমংপ্রু মারমা ওপর হামলা করে। এ সময় তার চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে ভর্তি করে। ডংনালা গ্রামের অংজাবাই মারমা বলেন,সন্ধ্যা নামলেই পাহাড় থেকে বন্য হাতির দল লোকালয়ে ছুটে আসছে। রাইখালী ডংনালা, তংসি পাড়া, হাতিমারামুখপাড়া, খাসিভাঙ্গা, কোদালা, কারিগড়পাড়া, রাইখালীসহ একাধিক গ্রামে বন্য হাতির আক্রমণ বৃদ্ধি পেয়েছে। প্রতি রাতে গ্রামের কৃষকদের কলা, জাম্বুরা, কচি বাঁশ কোঁড়ল, আদা, হলুদসহ বিভিন্ন কৃষিপণ্য পায়ে পিষ্ট ও সাবাড় করে ফেলছে। বন্য হাতির দল কয়েকটি দলে বিভক্ত হয়ে বাড়িঘরে হানা দিচ্ছে এবং মালামাল তছনছ করছে। গ্রামবাসী জানায়, দলছুট দুয়েকটি বন্যহাতি সরাসরি মানুষের ওপর হামলা চালাচ্ছে। গত এক বছরে রাইখালী এলাকায় বেপরোয়া বন্যহাতির আক্রমণে একাধিক মানুষ হতাহতের শিকার হয়েছেন। স্থানীয় বন বিভাগ সূত্র জানায়, রিজার্ভ এলাকা কমে যাওয়া এবং পাহাড়ে খাদ্যের সঙ্কটের কারণে লোকালয়ে হানা দিচ্ছে বন্যহাতির দল। রাইখালী এ ছাড়া হাতির এখন প্রজনন মৌসুম । তাই হাতির দল দিগি¦দিক ছুটে চলে।
×