ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পূজার ছুটিতে ইবির আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত

প্রকাশিত: ০৮:৫০, ৩০ সেপ্টেম্বর ২০১৯

পূজার ছুটিতে ইবির আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত

ইবি সংবাদদাতা ॥ সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় ৯ দিনের দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৩ থেকে ১১ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ৫ অক্টোবর একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি না থাকলেও ভিসি ওই দিন ছুটি ঘোষণা করে একটি বিজ্ঞপ্তি দিয়েছেন। এদিকে ৩ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল বন্ধ রাখার জন্য ভিসির কাছে সুপারিশ করেছে প্রভোস্ট কাউন্সিল। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এস আব্দুল লতিফ। এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এস আব্দুল লতিফ বলেন,"সোমবার প্রভোস্ট কাউন্সিলের সভায় পূজার ছুটিতে আবাসিক হল বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ভিসির নিকট সুপারিশ করেছে প্রভোস্ট কাউন্সিল। ভিসি স্যার ক্যাম্পাসের বাইরে আছেন। তিনি এসে এ সুপারিশ অনুমোদন দিবেন।"
×