ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইমার্জিং এশিয়া কাপ ১৪ নবেম্বর শুরু

প্রকাশিত: ১০:৪১, ৩০ সেপ্টেম্বর ২০১৯

 ইমার্জিং এশিয়া কাপ ১৪ নবেম্বর শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ৮ দল নিয়ে ইমার্জিং টিমস এশিয়া কাপ আগামী ১৪ নবেম্বর শুরু হবে। এবার আয়োজক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, আরব আমিরাত ও ওমানের ইমার্জিং ক্রিকেট দল এ আসরে অংশ নেবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভারত, হংকং ও আরব আমিরাত। ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, পাকিস্তান, ওমান ও আফগানিস্তান খেলবে। গত বছর ডিসেম্বরে ইমার্জিং এশিয়া কাপ যৌথভাবে আয়োজন করেছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। ফাইনালে খেলে শ্রীলঙ্কা ও ভারত। শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা ইমার্জিং দল। সেমিফাইনালে লঙ্কানদের কাছে হেরে বিদায় নেয় বাংলাদেশের ইমার্জিং দল। বছর না ঘুরতেই আবার আগের সেই ৮ দলকে নিয়েই অনুষ্ঠিত হবে এবারের ইমার্জিং এশিয়া কাপ। বাংলাদেশের মাটিতে দুইগ্রুপে বিভক্ত হয়ে এ টুর্নামেন্ট শুরু হবে ১৪ নবেম্বর। ‘এ’ গ্রুপের খেলাগুলো কক্সবাজারের দুই ভেন্যুতে এবং ‘বি’ গ্রুপের খেলাগুলো বিকেএসপির দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। ১৪ নবেম্বর ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা-ওমান ও পাকিস্তান-আফগানিস্তান এবং ‘বি’ গ্রুপে ভারত-আরব আমিরাত ও বাংলাদেশ-হংকং ম্যাচ দিয়ে এশিয়া কাপের শুরু। বাকি ম্যাচগুলো হবে ১৬ ও ১৮ নবেম্বর। ২০ ও ২১ নবেম্বর দুই সেমিফাইনাল এবং ২৩ নবেম্বর ফাইনাল শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
×