ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরগুনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ১০:২৭, ৩০ সেপ্টেম্বর ২০১৯

 বরগুনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, আমতলী, ২৯ সেপ্টেম্বর ॥ যৌতুকের দাবিতে স্ত্রী সাজেদা বেগম বেবি হত্যার দায়ে স্বামী সিদ্দিককে ফাঁসি ও ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। শ্বশুর, শাশুড়ি, দেবর ও দেবরের বন্ধুকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা করে অর্থ দন্ড অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রবিবার বিকেল ৪ টায় ট্রাইব্যুনালের বিচারক মোঃ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলো বরগুনা জেলার বেতাগী উপজেলার পূর্ব রানীপুর গ্রামের হাসেম গাজীর ছেলে সিদ্দিক, খোকন, সিদ্দিকের বাবা হাসেম গাজী, মা পারুল বেগম ও খোকনের বন্ধু লিটন। রায় ঘোষণার সময় আসামি পারুল বেগম আদালতে উপস্থিত ছিল। বাকি আসামিরা পলাতক রয়েছে।
×