ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৩ পাখি ছাড়লেন মেয়র খোকন

প্রকাশিত: ০৯:৪১, ৩০ সেপ্টেম্বর ২০১৯

  প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৩ পাখি ছাড়লেন মেয়র খোকন

স্টাফ রিপোর্টার ॥ পিতা ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের মতোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। রবিবার দুপুরে নগর ভবন মেয়র হানিফ অডিটরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে ডিএসসিসি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন। এর আগে মেয়র বঙ্গবন্ধু কন্যার জন্মদিন উপলক্ষে ৭৩ খাঁচাবন্দী বন্য পাখিকে অবমুক্ত করেন। এ সময় ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ শরীফ আহমেদ, সচিব মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। সাঈদ খোকন বলেন, আপনাদের সবার প্রিয় নেতা আমার বাবা মেয়র মোহাম্মদ হানিফ জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করেছিলেন প্রিয়নেত্রী শেখ হাসিনাকে বাঁচাবার জন্য। বাবার সেই দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে। আমরা সমস্ত কিছু দিয়ে শেখ হাসিনার পাশে থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে চাই। তিনি বলেন, জীবনে নানা পর্যায়ে আমাদের প্রাণপ্রিয় নেত্রীর সঙ্গে কথা হয়েছে। বহু স্মৃতি জড়িয়ে রয়েছে। সবশেষ বিদেশে যাওয়ার আগ পর্যন্ত দেখা হয়েছে, কথা হয়েছে সার্বিক বিষয়ে তাকে অবহিত করেছি। পথচলাকালে বহু স্মৃতি রয়েছে, বহু আবেগ অনেকটাই রক্তে মিশে গেছে। আমাদের নেত্রী এ দেশে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। ধর্মনিরপেক্ষতা তুলে ধরেছেন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ তার অধিকার ভোগ করতে পারেন সেই অধিকার প্রতিষ্ঠা করেছেন। অর্থনৈতিক মুক্তি সংগ্রামের সূচনা করেছেন। একসময় বঙ্গবন্ধুকে দিয়ে বাংলাদেশ চিনত আজকে শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশকে চিনে। এটা বাস্তব।
×