ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে বিজিবির সুধী সমাবেশ

প্রকাশিত: ০৯:৩৬, ৩০ সেপ্টেম্বর ২০১৯

 ঠাকুরগাঁওয়ে বিজিবির সুধী সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৯ সেপ্টেম্বর ॥ বিজিবি সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধি এবং ‘মাদকমুক্ত ও সুরক্ষিত সীমান্ত’ গড়ার লক্ষ্যে রবিবার ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ানের হেড কোয়াটারে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিজিবি’র ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় সুবেদার মেজর কাজীমুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, বিজিব ঠাকুরগাঁও সদর দফতর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সামছুল আরেফীন পিএসসি। বিজিবি ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা ও দায়রা জজ মোঃ হাসানুজ্জামান, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, বিজিবি’র নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ শাহ আলম সিদ্দিকী, পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দাকার আনিছুর রহমান, ঠাকুরগাঁও বিজিবি হাসপাতালের এমপিএইচ’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফজল ই ইলাহী, এএসপি মুশফিকুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ।
×