ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৯:৩১, ৩০ সেপ্টেম্বর ২০১৯

 শ্রীপুরে তিতাসের  অবৈধ গ্যাস সংযোগ  বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ রবিবার সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ অবৈধ গ্যাস লাইন ও অর্ধশতাধিক বাড়ির অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে। এ সময় ওই এলাকা থেকে বিভিন্ন ব্যাসার্ধের পাইপ, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জহুরা’র নেতৃত্বে বিভিন্ন স্পটে দিনব্যাপী ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, শ্রীপুরের কেওয়া এলাকায় একটি প্রভাবশালী মহলের যোগসাজশে অবৈধ লাইন সংযোগ দিয়ে বিভিন্ন বাসা বাড়িতে দীর্ঘদিন ধরে গ্যাস ব্যবহার করা হচ্ছে। এ গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জহুরা’র নেতৃত্বে ও গাজীপুর (জোবিঅ-গাজীপুর) এর উদ্যোগে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় কেওয়া এলাকার ৩টি স্পটে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার মিটার দীর্ঘ অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়।
×