ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বারিতে ফসল বাছাইকরণে কর্মশালা

প্রকাশিত: ০৯:৩০, ৩০ সেপ্টেম্বর ২০১৯

 বারিতে ফসল বাছাইকরণে কর্মশালা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ দেশের দক্ষিণাঞ্চলে চাষোপযোগী উচ্চ মূল্যের ফসল বাছাইকরণের লক্ষ্যে ‘গবেষণা পর্যালোচনা ও কর্মসূচী প্রণয়ন কর্মশালা ২০১৯’ রবিবার গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ এ কর্মশালার উদ্বোধন করেন। বারির পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) হাবিবুর রহমান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক ড. মোঃ আব্দুল ওহাব, ড. বাবু লাল নাগ ও ড. মোঃ মিয়ারুদ্দীন এবং প্রকল্পের জ্যেষ্ঠ কারিগরি উপদেষ্টা ড. ক্রেইগ মেইজন্যার। কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বারির বীজ প্রযুক্তি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্পটির কম্পোনেন্ট কো-অর্ডিনেটর ড. অপূর্ব কান্তি চৌধুরী।
×