ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কাঁঠালবাড়ি-শিমুলিয়া ফেরি রাতে বন্ধ, দিনে চলছে থেমে থেমে

প্রকাশিত: ০৯:৩০, ৩০ সেপ্টেম্বর ২০১৯

 কাঁঠালবাড়ি-শিমুলিয়া ফেরি রাতে বন্ধ, দিনে চলছে থেমে থেমে

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৯ সেপ্টেম্বর ॥ কাঁঠালবাড়ি ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌপথে নাব্য সঙ্কট প্রকট আকার ধারণ করেছে। নৌপথে দুর্ঘটনায় শনিবার সারারাত ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। রবিবার সকাল ৮টার পর পরীক্ষামূলক ৫টি ফেরি চালু করলে চ্যানেলে বাধার মুখে পড়ে। বিকেল ৪টার পর থেকে বিকল্প চ্যানেল ব্যবহার করে চলছে ১২টি ফেরি। বিকল্প চ্যানেলটি ব্যবহার করায় ফেরি পারাপার দুই ঘণ্টার বেশি সময় ব্যয় হচ্ছে। ফেরি চলাচল ব্যাহত থাকায় ঘাটের উভয়পারেই আটকা পড়েছে ৬ শতাধিক যানবাহন। এতে দুর্ভোগে পড়েন নৌপথে চলাচলরত যাত্রী ও চালকরা। পাশাপাশি নৌপথটি স্বাভাবিক করতে চ্যানেলে খননযন্ত্র বসিয়ে খননকাজ শুরু করেছে ড্রেজিং বিভাগ। বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ফেরিঘাট সূত্র জানায়, কয়েকদিন ধরেই পদ্মা নদীর লৌহজং চ্যানেলে নাব্য সঙ্কট দেখা দেয়। ফলে চ্যানেলটি অতিক্রম করতে গিয়ে ডুবোচরে আটকে যায় ফেরি। রাতে ফেরিগুলো বেশি আটকে যাওয়ায় প্রায়ই রাতেরবেলা ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। তবে গত শুক্রবার ও শনিবার ওই চ্যানেলে নাব্য সঙ্কট প্রকট আকার ধরণ করায় দিন ও রাতের অধিকাংশ সময়ই ফেরি চলাচল বন্ধ রাখা হয়। গত শনিবার রাত ৮টা থেকে এই নৌপথে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় ওই চ্যানেলে খননযন্ত্র বসিয়ে খননকাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ ড্রেজিং বিভাগ। রবিবার বিকেল ৪টার পর থেকে লৌহজং চ্যানেলের বিপরীতে চায়না চ্যানেল ব্যবহার করে ১২টি ফেরি ছাড়া হয়। বর্তমানে ১৯টি ফেরির মধ্যে কে-টাইপের ৫টি ফেরি, মাঝারি ২টি ফেরি, ৪টি ছোট ফেরি ও ১টি রো রো ফেরি চলাচল করছে। সরেজমিনে দেখা গেছে, ফেরি চলাচল ব্যাহত থাকায় ঘাটে আটকা পড়েছে পণ্যবাহী কয়েক শ’ ট্রাক। ট্রাকের বেশিরভাগই টার্মিনালে রাখা হয়েছে। ঘাটের সংযোগ সড়কে যানবাহনের দীর্ঘ সারি। ফেরিগুলো ঘাটে দেড়/দুই ঘণ্টা পর পর আসছে। যাত্রীদের পদ্মা পাড়ি দিতে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে। চট্টগ্রামগামী পণ্যবাহী ট্রাকের চালক সোবাহান খান বলেন, শনিবার থেকে ঘাটে সিরিয়াল দিয়েছি। এখন দেখি ফেরিই ঘাটে ভিড়ছে না। কর্তৃপক্ষ নদীতে কী করে আমরা জানি না। আমাদের এভাবে বসিয়ে রাখার কী কোন মানে আছে? বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাটের সহকারী ব্যবস্থাপক ভজন কুমার সাহা বলেন, চ্যানেলে নাব্য সঙ্কট থাকায় ঘাটের অবস্থা ভাল না। দেড়/দুই ঘণ্টা পর পর একটি ফেরি ঘাটে আসে। ফেরিগুলো চাহিদা অনুসারে লোডও নিতে পারছে না। শনিবার রাতে ফেরি চলাচল বন্ধ ছিল।
×