ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লোহাগাড়ায় স্কুল থেকে ব্যবসায়ীর লাশ

প্রকাশিত: ০৯:২৭, ৩০ সেপ্টেম্বর ২০১৯

 লোহাগাড়ায় স্কুল থেকে ব্যবসায়ীর লাশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ লোহাগাড়ায় স্কুলের বারান্দা থেকে উদ্ধার হয়েছে এক ব্যবসায়ীর মরদেহ। আবু সুফিয়ান (৩৭) নামের এ ব্যক্তি কলাউজান মহাজনবাড়ির নুরুল ইসলামের পুত্র। রবিবার সকালে লাহাগাড়ার হিন্দুরহাট এলাকার কলাউজান কিন্ডারগার্টেন ইনস্টিটিউটের বারান্দায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। লোহাগাড়া থানা সূত্র জানিয়েছে, আবু সুফিয়ান দুই মেয়ে ও ১ ছেলের পিতা। তার মুখ ও গলায় আঘাতের চিহ্ন এবং আঙুল থেঁতলানো। সকালে মরদেহটি স্কুল বারান্দায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। নেত্রকোনায় যুবক নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, জেলার কেন্দুয়া উপজেলার বঙ্গানিয়া মোড় এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, রবিবার সকালে স্থানীয়রা কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের বঙ্গানিয়া মোড় এলাকায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ওই যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। প্যান্ট ও শার্ট পরা যুবকের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দৌলতপুরে স্কুলছাত্রী নিজস্ব সংবাদদাতা দৌলতপুর, কুষ্টিয়া থেকে জানান, দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় লিজা (৭) নামে দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত শিশু লিজা উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের নিজামুল হকের মেয়ে। সে ভেড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। রবিবার দুপুরে দৌলতপুর-কাতলামারী সড়কের বড়গাংদিয়া এলাকায় অটোরিক্সার চাপায় লিজা গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন বিকেল সাড়ে ৪টার দিকে সে মারা যায়।
×