ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে ॥ পুলিশ বরসহ ৯ জনের জরিমানা

প্রকাশিত: ০৯:২৪, ৩০ সেপ্টেম্বর ২০১৯

  বাল্যবিয়ে ॥ পুলিশ  বরসহ  ৯ জনের  জরিমানা

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৯ সেপ্টেম্বর ॥ বাল্যবিয়ের দায়ে এক পুলিশ সদস্য বর ও তার মাসহ ৯ জনের প্রত্যেককে বিভিন্ন অঙ্কের জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মোট জরিমানার পরিমাণ ২ লাখ ২০ হাজার টাকা। শনিবার রাতে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়। জরিমানা প্রদানকারীরা হলেন জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের চওড়াটারি গ্রামের পুলিশ সদস্য সুজন দুলালের ছেলে পুলিশ কনস্টেবল বর সিয়াম মুন্না ও তার মা মনোয়ারা বেগম, সারপুকুর গ্রামের নওয়াব আলীর ছেলে মোবারক হোসেন, একই গ্রামের জোনাব আলী, একই উপজেলার সাপ্টিবাড়ি জামুরটারি গ্রামের মোসলেম উদ্দিন, দেলদার আলীর স্ত্রী ফাতেমা খাতুন, একই উপজেলার ভাদাই ইউনিয়নের বসিনটারি গ্রামের মোসলেম উদ্দিন, একই এলাকার আদিতমারী গ্রামের ব্যবসায়ী ইব্রাহীম মিয়ার স্ত্রী শেফালী বেগম ও মৃত আব্দুল কাদের মিয়ার স্ত্রী ফাতেমা বেগম। জানা গেছে, জেলা সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের সেতু বাজার গ্রামে নবম শ্রেণীর এক স্কুলছাত্রীর সঙ্গে বাল্যবিয়ের প্রস্ততি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়সহ পুলিশ কনের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ সদস্য সিয়াম মুন্নাসহ ৯ জনকে আটক করে সদর থানায় নিয়ে আসা হয়।
×