ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা

প্রকাশিত: ০৯:২৩, ৩০ সেপ্টেম্বর ২০১৯

 উচ্চারণ ও আবৃত্তি কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ২৯ সেপ্টেম্বর ॥ পাক্ষিক খবরিকার উদ্যোগে প্রমিত উচ্চারণ, আবৃত্তি ও উপস্থাপনা বিষয়ক কর্মশালা ১৯ এর সমাপনী পর্ব রবিবার বিকেল ৩টায় মীরসরাই উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কবি, সাংবাদিক ও সংগঠক মাহবুব পলাশের সভাপতিত্বে, রণজিত ধর ও প্রতাপ বণিক রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন, বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আফছার, উপাধ্যক্ষ নাছির উদ্দিন, প্রশিক্ষক ও নাট্যজন প্রদীপ দেওয়ানজী, ভারতের আগরতলার ভুবনেশ্বর টেলিভিশন-এর কর্ণধার মনীষা পাল চৌধুরী, বাচিক শিল্পী হাসান জাহাঙ্গীর, আবৃত্তিকার ও উপস্থাপক এহতেশামুল হক প্রমুখ।
×