ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে বিএনপি নেতা দুদুর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৯:২৩, ৩০ সেপ্টেম্বর ২০১৯

 মাদারীপুরে বিএনপি  নেতা দুদুর  বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৯ সেপ্টেম্বর ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি বেসরকারী টেলিভিশনের টক শো অনুষ্ঠানের মাধ্যমে জীবননাশের হুমকি প্রদানের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মাদারীপুরে রবিবার আদালতে একটি মামলা দায়ের হয়েছে। মাদারীপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট বাবুল আক্তার বাদী হয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দন্ডবিধি ৫০৬(২) ধারায় এ মামলাটি দায়ের করেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নাজির হোসেন মামলার অভিযোগ গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর ডিবিসি নিউজ টেলিভিশন চ্যানেলে রাজকাহন টক শো অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ‘যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে সেভাবে শেখ হাসিনা বিদায় হবে’ এ মন্তব্যে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জীবননাশের হুমকি প্রদান করেন। মাদারীপুর আদালতের এপিপি আবুল হাসান সোহেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি বেসরকারী টেলিভিশনের টক শো অনুষ্ঠানের মাধ্যমে জীবননাশের হুমকি প্রদানের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মাদারীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের হয়েছে।
×