ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মেক আমেরিকা গ্রেটা এগেইন

প্রকাশিত: ০৯:১৬, ৩০ সেপ্টেম্বর ২০১৯

 মেক আমেরিকা গ্রেটা এগেইন

জলবায়ু আন্দোলনের নেতা ১৬ বছর বয়সী সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গ এরই মধ্যে লাখো পরিবেশ সচেতন মানুষের মন জয় করে নিয়েছে। এবার মার্কিন প্রেসিডেন্ট এ নিয়ে অন্যরকম বিপাকে পড়েছেন। তার প্রিয় মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগানটি পড়ে হুমকির মুখে। এটি এখন মেক আমেরিকা গ্রেটা এগেইনের রূপ নিয়েছে। মেক আমেরিকা গ্রেটা এগেইন লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন জলবায়ু আন্দোলনের সমর্থক-কর্মীরা। জলবায়ু পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের অবস্থান নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। এ সুযোগে গ্রেটা অস্ত্র ব্যবহার করে রিপাবলিকান ও ডোনাল্ড ট্রাম্পের দিকে তোপ দাগছেন পরিবেশ আন্দোলনের কর্মীরা। ট্রাম্পের অস্ত্রেই তাকে ঘায়েল করা হচ্ছে। এই ‘মেক আমেরিকা গ্রেট এ্যাগেইন’ স্লোগান লেখা রিপাবলিকান দলের নির্বাচনী প্রচারের মতো করে গেঞ্জি ও টুপির বেচাকেনা তুঙ্গে উঠেছে। -গার্ডিয়ান
×