ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সৌদি পর্যটক ভিসার তালিকায় নেই সার্কভুক্ত দেশ

প্রকাশিত: ০৯:১৫, ৩০ সেপ্টেম্বর ২০১৯

 সৌদি পর্যটক ভিসার  তালিকায় নেই  সার্কভুক্ত দেশ

বিদেশী পর্যটকদের জন্য মধ্যপ্রাচ্যের মুসলিম অধুষিত দেশ সৌদি আরব এবার ৪৯টি রাষ্ট্রকে পর্যটক ভিসা দিতে যাচ্ছে। তবে সেই তালিকায় নেই বাংলাদেশ বা সার্কভুক্ত কোন দেশের নামই। মূলত দেশের তেলভিত্তিক অর্থনীতির ওপর নির্ভরতা কমিয়ে আনার লক্ষ্যে প্রথমবারের মতো এমন পদক্ষেপ নিল সৌদি আরব। ক্ষমতাধর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটিকে তেলসম্পদ নির্ভরতা থেকে মুক্ত করতে পর্যটনসহ নতুন নতুন অনেক খাত চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। খালিজ টাইমস। সৌদি আরবের দেয়া পর্যটক ভিসার তালিকায় থাকা দেশগুলোর জনগণ এখন থেকে ই-ভিসা অথবা ‘ভিসা অন এ্যারাভাইল’র জন্য যে কোন সময় আবেদন করতে পারবেন। গালফ নিউজের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট ৪৯ দেশের নাম প্রকাশ করা হয়েছে। যেখানে রয়েছে : যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, রাশিয়া, কাজাখস্তান, ব্রুনেই, দক্ষিণ কোরিয়া, জাপান, স্পেন, নিউজিল্যান্ড, বেলজিয়াম, অস্ট্রিয়া, সাইপ্রাস, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশ।
×