ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে নয়া শালীনতা বিধি

প্রকাশিত: ০৯:১২, ৩০ সেপ্টেম্বর ২০১৯

 সৌদি আরবে নয়া  শালীনতা বিধি

এখন থেকে জনসমক্ষে অশালীন কোন কাজকর্ম করলে জরিমানা গুনতে হবে সৌদি আরবে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা বিধিতে বলা হয়েছে কোন ব্যক্তি প্রকাশ্য স্থানে অশালীন পোশাক পরলে, প্রকাশ্যে কাউকে চুমু দিলে বা এ ধরনের কোন অশালীন কাজকর্ম করলে তার ওপর জরিমানা করা হবে। ডয়েচ ভেল ও রয়টার্স। পর্যটকদের জন্য দুয়ার খুলে দেয়ার একদিন পরেই এমন ঘোষণা দিল সৌদি। এর আগে সৌদির তরফ থেকে জানানো হয়েছে, বিদেশী পর্যটকরা এখন থেকে সৌদিতে ঘুরে বেড়াতে পারবেন। কারণ প্রথমবারের মতো দেশটি পর্যটন ভিসা চালু করছে। তবে দেশটিতে পর্যটকদের জন্য ভিসা চালু হলেও কিছু বিধি-নিষেধও মেনে চলতে হবে। বিশেষ করে নারীদের পোশাক শালীন হতে হবে। তেলের ওপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিতে বৈচিত্র্য আনতে দেশটি এবার পর্যটনের দিকে ঝুঁকতে শুরু করেছে। এরই অংশ হিসেবে পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে সৌদি। বিভিন্ন দেশ থেকে যেসব নারী পর্যটকরা সৌদিতে ঘুরতে আসবেন তাদের আবায়া বা বোরকা পরতে হবে না। তবে তারা যে পোশাকই পরবেন তা শালীন হতে হবে বলে জানানো হয়েছে। এছাড়া ১৯টি অপরাধের জন্য জরিমানা ঘোষণা করা হলেও জরিমানার বিষয়ে স্পষ্ট কোন তথ্য জানানো হয়নি।
×