ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চীনের ৭০তম জাতীয় দিবস সামনে রেখে হংকংয়ে বিক্ষোভ তুঙ্গে

প্রকাশিত: ০৯:১১, ৩০ সেপ্টেম্বর ২০১৯

 চীনের ৭০তম জাতীয় দিবস সামনে রেখে হংকংয়ে বিক্ষোভ তুঙ্গে

চীনের ৭০তম জাতীয় দিবসের আগে দেশটির আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে চলমান বিক্ষোভ আরও তুঙ্গে উঠছে। রবিবার হংকংয়ে চীনবিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। পুলিশ রবিবার বিক্ষোভকারীদের ওপর জলকামান ও কাঁদানে গ্যাস ছোড়ে। খবর এএফপি ও স্ট্রেইট টাইমসের। চীনের জাতীয় দিবসের আগের এই বিক্ষোভকে বৈশ্বিক কর্তৃত্ববাদবিরোধী সমাবেশ হিসেবে আখ্যা দেয়া হয়েছে। হংকংয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্র, জাপান ও মালয়েশিয়াতেও বিক্ষোভ হয়। এই বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে বিশ্বের ৬৪ শহরের জনগণ অনলাইন প্ল্যাটফর্মের সাহায্যে জনগণ বৈশ্বিক কর্তৃত্ববাদবিরোধী সমাবেশের প্রতি সমর্থন ব্যক্ত করে। সিঙ্গাপুরের পুলিশ শনিবার এক বিবৃতিতে জানায়, অপর কোন দেশের রাজনৈতিক কারণ নিয়ে দেশটিতে কোন সমাবেশ করা যাবে না। এদিকে যুক্তরাষ্ট্রের একজন শিক্ষাবিদকে চীনের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে ঢুকতে দেয়া হয়নি। বৃহস্পতিবার হংকং বিমানবন্দর থেকে ড্যান গ্যারেট নামের এই শিক্ষাবিদকে ফিরিয়ে দেয়া হয়। ড্যান গ্যারেট একজন গণতন্ত্রকর্মী হিসেবে পরিচিত। কয়েকদিন আগে তিনি মার্কিন কংগ্রেসের সামনে হংকং বিষয়ে সাক্ষ্য দেন। শনিবার গণমাধ্যমের সামনে এক সাক্ষাতকারে ড্যান গ্যারেট বলেন, বৃহস্পতিবার আমি হংকং বিমানবন্দরে নামি। এ সময় প্রকৃত কোন কারণ না দেখিয়ে আমাকে হংকংয়ে ঢুকতে দেয়া হয়নি। হংকংয়ে আসার এক সপ্তাহ আগে ড্যান গ্যারেট চীন বিষয়ক মার্কিন কংগ্রেশনাল কমিটির সামনে সাক্ষ্য দেন। এ সময় হংকংয়ের কয়েক প্রখ্যাত সমাজকর্মী, ক্যান্টনিজ পপ স্টার ডেনাইজ হো এবং হংকংয়ের প্রখ্যাত ছাত্রনেতা জশুয়া অং উপস্থিত ছিলেন। ওই সময় আন্তর্জাতিক অর্থনীতির অন্যতম প্রাণ কেন্দ্র হংকংয়ের জনগণের স্বাধীনতা কিভাবে খর্ব হচ্ছে, এ বিষয়ে সাক্ষ্য দেন ড্যান গ্যারেট।
×