ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৫০০ টন ইলিশের প্রথম চালান গেল ভারতে

প্রকাশিত: ০৮:০১, ২৯ সেপ্টেম্বর ২০১৯

৫০০ টন ইলিশের প্রথম চালান গেল ভারতে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দুর্গা পূজা উপলক্ষে ভারতে রপ্তানির অনুমতি দেয়া ৫০০ মেট্রিক টন ইলিশের প্রথম চালান পাঠানো হয়েছে। এতে বেনাপোল হয়ে ২৪ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হলো। প্রতি কেজি ইলিশের মূল্য ৬ ডলার করে ধরা হয়েছে। তবে, কোনো শুল্ক ধরা হয়নি। আগামী ১০ অক্টোবরের মধ্যে ৫০০ মেট্রিক টন ইলিশের সব চালান রপ্তানির নির্দেশনা রয়েছে। শুল্ক মুক্ত সুবিধায় ছাড় করা হবে চালান। বাংলাদেশে ইলিশ সংকট থাকায় ২০১২ সালের পর থেকে ভারতে জাতীয় মাছ রপ্তানি বন্ধ হয়ে যায়। গত ২২ সেপ্টেম্বর পূজার শুভেচ্ছা হিসেবে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে ছাড়পত্র দেয়।
×