ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ১২:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০১৯

ক্যাম্পাস সংবাদ

ডিআইইউতে ফার্মাসিস্ট দিবস পালন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি ক্লাব বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন করেছে। গত ২৫ সেপ্টেম্বর ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বাড্ডার সাতারকুলে দিবসটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়। ইউনিভার্সিটির ফার্মেসি ক্লাব ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ফ্রেশার রিসিপশন, পোস্টার উপস্থাপন ও বিভিন্ন পুরস্কার প্রদানের আয়োজন করে। অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফরিদা বেগমসহ এবং ফার্মেসি বিভাগের সব শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবার দিবসটির মূল প্রতিপাদ্য ছিল ‘সবার জন্য নিরাপদ ও কার্যকর ওষুধ’। মেইসেসের মাল্টি কান্ট্রি এডুকেশন মিট বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান মেইসেস বার্ষিক বহুজাতিক শিক্ষা সম্মেলন (মাল্টি কান্ট্রি এডুকেশন মিট) ও আলোচনা সভার অনুষ্ঠানটি পর্যায়ক্রমে আগামী ৪ অক্টোবর শুক্রবার ঢাকায় এবং ৫ অক্টোবর শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীরা যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান এবং মালয়েশিয়ার প্রায় ৭৫ টিরও বেশি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিত্বকারী কর্মকর্তাদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। প্রতিবছর এই আয়োজনের মাধ্যমে মেইসেস আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ তৈরি করে দেয়। পুরো সম্মেলনটিতে বিনামূল্যে অংশগ্রহণ করা গেলেও, শিক্ষার্থীদের অধিক চাহিদার কথা মাথায় রেখে এ বছর অনলাইন নিবন্ধনের মাধ্যমে এতে উপস্থিতি নিশ্চিত করতে আহ্বান করেছে মেইসেস। নিবন্ধন এবং সম্মেলন সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্যে ভিজিট করুন: ww w.studyabroadwithmaces.com শান্ত-মারিয়ামে রাগসঙ্গীত কর্মশালার উদ্বোধন সম্প্রতি রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম বিশ^বিদ্যালয়ের ক্রিয়েটিভ হাবে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য রাগসঙ্গীত কর্মশালার উদ্বোধন। ভারতের প্রখ্যাত রাগসঙ্গীত গুরু পত্নিত সারথী চ্যাটার্জি এর পরিচালনায় ৩-দিনব্যাপী এ অনুষ্ঠান একটানা চলবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। সৃজনশীল ও সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ‘ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টার, ভারতীয় দূতাবাস, বাংলাদেশের সহযোগিতায় এটি আয়োজন করে। শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী মোঃ মফিজুর রহমান সকাল ১০ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ভারতীয় দূতাবাস, ঢাকা এর পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টার, ভারতীয় দূতাবাস, বাংলাদেশ-এর পরিচালক ড. নিপা চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রধান প্রবীর নন্দী। সর্বশেষ শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের মধ্যমণি পত্নিত সারথী চ্যাটার্জি। এরপর পত্নিত সারথী চ্যাটার্জির সুরের মূর্ছনায় শুরু হয় কর্মশালা। উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর এক বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাজধানীর জমজম কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এর সমাপনী অনুষ্ঠান। যেখানে বিশিষ্ট শিক্ষাবিদ ফার্স্ট লেডি বেগম রাশিদা হামিদসহ বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের উপ-পরিচালক মজিবুর রহমান দিলু। ক্যাম্পাস প্রতিবেদক
×