ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুনর্মিলনী উৎসব

প্রকাশিত: ১২:০১, ২৯ সেপ্টেম্বর ২০১৯

পুনর্মিলনী উৎসব

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৮ সেপ্টেম্বর ॥ ‘এসো বন্ধু মেলা অমেলায়, প্রাণের বিদ্যালয়ের টানে, জাগিয়ে তুলি পুরনো স্মৃতি, নতুন এক বন্ধুত্বের গানে’ এ সেøাগানকে সামনে রেখে ঠাকুরগাঁও শহরে ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় উৎসব বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও জেলা যুবলীগের সভাপতি প্রাক্তন ছাত্র আব্দুল মজিদ আপেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, পুলিশ সুপার মনিরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াকুব আলী প্রমুখ। শিক্ষাবৃত্তির চেক প্রদান নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৮ সেপ্টেম্বর ॥ গাইবান্ধায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও দুস্থ রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়। জেলার ১০০ দরিদ্র মেধাবী শিক্ষার্থী এবং ২০ দুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা বাবদ মোট ৩৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়। শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বেসরকারী প্রতিষ্ঠান গাইবান্ধা নাহিদ ফাউন্ডেশনের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়। গাইবান্ধা নাহিদ ফাউন্ডেশনের উপদেষ্টা আমিনুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে এ চেক বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর কবির। বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ডাঃ রশিদুল হাসান বকুল প্রমুখ।
×