ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুক্তিযোদ্ধাদের হয়রানির প্রতিবাদ

প্রকাশিত: ১১:৫৫, ২৯ সেপ্টেম্বর ২০১৯

মুক্তিযোদ্ধাদের হয়রানির প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে হয়রানি, লাঞ্ছিত এবং এক মুক্তিযোদ্ধার বাসভবন অবৈধভাবে দখল চেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রতিবাদ সভা, মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সমন্বয়ে আখাউড়া উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধা মাওলানা ইউনুস মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রয়াত মুক্তিযোদ্ধা মইনুল ইসলামের সন্তান ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, অবসরপ্রাপ্ত সুবেদার মোঃ আবুল হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, একটি চক্র উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স বন্ধসহ প্রয়াত মুক্তিযোদ্ধা মইনুল ইসলামের ডুপ্লেক্স বাড়ি ভাঙ্গার পাঁয়তারা চালিয়ে আসছে। মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার ক্ষমতায় থাকার পরও মুক্তিযোদ্ধারা বিভিন্নভাবে লাঞ্ছিত ও অবহেলিত হওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেন। শরীরে আগুন দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যাচেষ্টা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীতে এক কলেজছাত্রী নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। শনিবার দুপুরে নগরীর শাহ মখদুম থানা এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আত্মহত্যার চেষ্টাকারী ওই ছাত্রীর নাম লিজা (২০)। তার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়।
×