ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইন লঙ্ঘন করে মাঝারি ধরনের বাস চালানোর অভিযোগ

ফারহানাজের ঘাতক বাসচালক রিমান্ডে

প্রকাশিত: ১১:৪৭, ২৯ সেপ্টেম্বর ২০১৯

ফারহানাজের ঘাতক বাসচালক রিমান্ডে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী মহাখালীর আমতলীতে বাস চাপায় এক নারী নিহত হওয়ার ঘটনায় বাস চালককে দুদিনের রিমান্ডে নেয়া হয়েছে। শুক্রবার তাকে গ্রেফতারের পর ডিবি নিশ্চিত হয়- ক্যান্টনমেন্ট মিনি সার্ভিসের ওই বাসটি (ঢাকা মেট্রো জ-১১-৩০০৩) রাজধানীতে চলাচলের কোন অনুমতি ছিল না। চালকের লাইসেন্সও ঠিক ছিল না। ফারহানাজ নামের ওই নারী ঘটনাস্থলেই নিহত হওয়ার পর থেকেই পলাতক ছিল চালক শামীম ছৈয়াল। শনিবার তাকে মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সম্পর্কে ডিবি উত্তর বিভাগের এডিসি শাহজাহান সাজু জানান, ঘটনার দিনই বনানী থানায় একটি মামলা করা হয়। মামলাটি প্রথমে তদন্ত শুরু করে বনানী থানা পুলিশ। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্তকালে শুক্রবার অভিযান চালিয়ে বাসটির চালক শামীমকে মহাখালী বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়। এদিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিমের এডিসি মোঃ জোনায়েদ আলম সরকার বলেন, ঢাকা-ভৈরব রুটের অনুমোদন নিয়ে বাসটির মালিক ঢাকা ক্যান্টনমেন্ট মিনি সার্ভিসের ব্যানারে মিরপুর-১৪ থেকে বনানী-কাকলী রুটে পরিচালনা করে আসছিলেন। অন্যদিকে চালক শামীমের ড্রাইভিং লাইসেন্স হালকা ধরনের গাড়ি চালানোর জন্য অনুমোদিত ছিল। কিন্তু তিনি আইনের লঙ্ঘন করে মাঝারি ধরনের বাস চালিয়ে আসছিলেন। উল্লেখ্য, নিহত ফারহানাজ মহাখালীর রাইসকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড প্রাগন হাউজে চাকরি করতেন। গত ৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে ফারহানাজকে অফিসে যাওয়ার জন্য তার স্বামী মহাখালী আমতলী ফ্লাইওভারের পশ্চিম পাশে নামিয়ে দিয়ে যান। ফারহানাজ রাস্তা পারাপারের জন্য ফুটপাথে দাঁড়িয়ে অপেক্ষায় ছিলেন। তখন ক্যান্টনমেন্ট মিনি সার্ভিসের একটি বাস বেপরোয়া গতিতে চালিয়ে ফুটপাথের ওপর উঠিয়ে দেয়। বাসের জন্য ফুটপাথে দাঁড়িয়ে থাকা ফারহানাজকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ফারহানাজ গুরুতর জখম হয়ে রাস্তায় পড়ে যান। এ ঘটনায় কাওছার গোমস্তা নামে আরও এক পথচারী আহত হন। ঘটনাস্থলে ওই বাসের চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে যান। মুমূর্ষু অবস্থায় ফারহানাজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
×