ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ড্রোন হামলার পর কমল জ্বালানি তেলের দাম

প্রকাশিত: ০৯:৪১, ২৯ সেপ্টেম্বর ২০১৯

ড্রোন হামলার পর কমল জ্বালানি তেলের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ সৌদি আরবের জ্বালানি তেল উত্তোলন কেন্দ্রে বিস্ফোরণের প্রায় ২ সপ্তাহ পর আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো কমেছে এর দাম। শুক্রবার প্রায় ১ শতাংশ কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ওপেক জানায়, যুক্তরাজ্যের প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ১ শতাংশ কমে বিক্রি হচ্ছে ৬১ দশমিক শূন্য চার ডলারে। আর যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুড অয়েল বিক্রি হচ্ছে ৫৫ দশমিক নয় এক ডলারে। ওপেক জানায়, তেল উত্তোলন কেন্দ্রে হামলার পর এর দৈনিক উৎপাদন বাড়িয়েছে সৌদি আরব। এতে চাহিদার তুলনায় মজুদ ও সরবরাহের পরিমাণ বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। এলএনজিতে রেকর্ড বিনিয়োগ অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বব্যাপী তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে (এলএনজি) রেকর্ড পরিমাণ বিনিয়োগ হয়েছে চলতি বছরের প্রথম ৮ মাসে। এ সময়ের মধ্যে এ খাতে বিনিয়োগ ছাড়িয়েছে ৫ হাজার কোটি ডলার। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি জানায়, ২০১৯ সালের শুরু থেকে এখন পর্যন্ত এলএনজিতে বিনিয়োগের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র ও কানাডা। আর এশিয়া অঞ্চলে এলএনজিতে বিনিয়োগে চালকের আসনে রয়েছে চীন। দীর্ঘদিন ধরে এশিয়া মহাদেশে এ খাতে বিনিয়োগের শীর্ষে ছিল জাপান। চলতি বছরের প্রথম ৮ মাসে বিভিন্ন দেশের মধ্যে এলএনজি আমদানি-রফতানির পরিমাণ ছাড়িয়েছে ১৭ হাজার কোটি কিউবেক মিটার। আমদানির তালিকায় শীর্ষে রয়েছে জাপান।
×