ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১০৫ টন কাপড় আটক

প্রকাশিত: ১০:৩০, ২৮ সেপ্টেম্বর ২০১৯

 ১০৫ টন কাপড় আটক

স্টাফ রিপোর্টার ॥ বন্ড সুবিধায় আমদানি করা ফেব্রিকস চোরাই পথে খোলাবাজারে বিক্রির অভিযোগে প্রায় ১০৫ টন উন্নতমানের শার্টিং, স্যুটিং, পর্দার কাপড় আটক করেছে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট। কাস্টমস সূত্র জানায়, আটককৃত পণ্যের মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পুরান ঢাকার ইসলামপুর এলাকার বিভিন্ন পাইকারি মার্কেটে বন্ডেড চোরাই ফেব্রিকসের বাণিজ্য সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগ পায় ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট। এরই প্রেক্ষিতে উপ-কমিশনার রেজভী আহম্মেদ ও ফখরুল আমিন চৌধুরী এবং সহকারী কমিশনার মোঃ আল আমিন, শরীফ মোহাম্মদ ফয়সাল ও আকতার হোসেনের সম্মিলিত নেতৃত্বে একটি টিম পুরান ঢাকার ইসলামপুর এলাকার বিভিন্ন পাইকারি মার্কেটে বিশেষ অভিযান চালায়। অভিযানে প্রায় ১০০ জন কাস্টমস কর্মকর্তা-কর্মচারী অংশ নেয়।
×