ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাঁচ শতাধিক চোরাই মোবাইল ও ট্যাবসহ গ্রেফতার ছয়

রাজধানীতে বাসের ধাক্কায় পথচারী, বিদ্যুতস্পৃষ্ট হয়ে রড মিস্ত্রির মৃত্যু

প্রকাশিত: ১০:২৭, ২৮ সেপ্টেম্বর ২০১৯

 রাজধানীতে বাসের ধাক্কায়  পথচারী, বিদ্যুতস্পৃষ্ট হয়ে রড মিস্ত্রির মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তুরাগে বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। গুলশানে একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক রড মিস্ত্রির মৃত্যু হয়েছে। এছাড়া পল্লবীতে পাঁচ শতাধিক চোরাই মোবাইল ফোন ও ট্যাবসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, তুরাগের কামারপাড়ায় মিনি বাসের ধাক্কায় শফি উদ্দিন মুন্সি (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম মৃত সানোয়ার উদ্দিন মুন্সি। গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায়। তিনি পরিবার নিয়ে রাজধানীর সায়েদাবাদ এলাকায় থাকতেন। নিহত শফির বোন জামাই মোঃ লিটন জানান, শফি বেসরকারী একটি কোম্পানির ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। শুক্রবার বিকেলে ডিউটি ছিল তার। এজন্য দুপুরে বাসা থেকে বের হয়ে হেঁটে কামারপাড়া বাসস্ট্যান্ডে যান। রাস্তা পার হবার সময় পেছন থেকে এটি মিনিবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিকেল সাড়ে ৩টায় ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজধানীর গুলশানের বারিধারায় একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে বাদশা (৩০) নামে এক রড মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চরআলসী গ্রামে। নিহত বাদশার সহকর্মী আলমগীর হোসেন জানান, বাদশা রড মিস্ত্রি ছিল। তিনি বারিধারায় ১০ নম্বর রোডের ওই নির্মাণাধীন ভবনে থাকতেন। সেখানে কাজ করতেন। তিনি জানান, শুক্রবার সকাল ৯টার দিকে ওই একটি নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হন বাদশা। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সকাল সোয়া ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজধানীর পল্লবীতে পাঁচ শতাধিক চোরাই মোবাইল ফোন ও ট্যাবসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, স্বপন ফকির, হৃদয়, কালি মোল্লা, বিল্লাল, রাকিব ও মকবুল খান। বৃহস্পতিবার গভীররাতে মিরপুর ১১ নম্বর লালমাটিয়া টেম্পোস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মিরপুর ও পল্লবীর বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোন লালমাটিয়া টেম্পোস্ট্যান্ড এলাকায় বিক্রি হতো। এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার গভীররাতে সেখানে অভিযান চালিয়ে ৫০৪টি চোরাই মোবাইল ফোন ও ৫টি ট্যাব উদ্ধার করা হয়। এ সময় ওই ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ও ট্যাব বিক্রি করে আসছে।
×