ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চিকিৎসাসেবা কার্যক্রমে আশরাফুল

প্রকাশিত: ১০:২৩, ২৮ সেপ্টেম্বর ২০১৯

 চিকিৎসাসেবা কার্যক্রমে আশরাফুল

স্পোর্টস রিপোর্টার ॥ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে ঢাকাবাসী জাপান ওয়ার্ল্ড। শুক্রবার রাজধানীর রমনা পার্কের অরুণোদয় গেটের সামনে সংগঠনটির মহতী প্রয়াসে সেবা নিয়েছেন তিন শতাধিক মানুষ। ব্যতিক্রমী এই উদ্যোগে সাড়া দেন অগণিত মানুষ। সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সেবা নিয়েছেন। মহতী এই প্রয়াসের সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। বিশ্বের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান অনন্য এই আয়োজনকে সাধুবাদ জানান। ঢাকাবাসী জাপান ওয়ার্ল্ডের ঢাকার কর্ণধার আলী মুর্শেদ বাপ্পী ও সংগঠনটির অনান্য সদস্যের সার্বিক তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। তাদের এ আয়োজনে আরও শরিক হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তিন তারকা ফুটবলার আব্দুল গাফফার, গোলাম গাউস ও ইকবাল হোসেন। তারা সবাই মহতী এ উদ্যোগের উচ্ছ্বসিত প্রশংসা করেন। এছাড়া উপস্থিত ছিলেন চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক তালাত মামুন, চ্যানেলটির স্পোর্টস এডিটর দিলু খন্দকার, বিশিষ্ট ফটো সাংবাদিক নাজমুল আমিন কিরণসহ আরও অনেকে।
×