ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বার্টিকে হারিয়ে ফাইনালে সাবালেঙ্কা

প্রকাশিত: ১০:২০, ২৮ সেপ্টেম্বর ২০১৯

 বার্টিকে হারিয়ে ফাইনালে সাবালেঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ধারাবাহিকতা ধরে রাখলেন এ্যারিনা সাবালেঙ্কা। উহান ওপেনের সেমিফাইনালেও নিজের দাপট দেখালেন তিনি। শুক্রবার শেষ চারের ম্যাচে সরাসরি সেটে জয় তুলে নিয়েছেন বেলারুশের এই টেনিস তারকা। সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি ৭-৫ এবং ৬-৪ গেমে হারিয়েছেন এ্যাশলে বার্টিকে। সেই সঙ্গে টানা দুইবার উহান ওপেনের ফাইনালের টিকেট নিশ্চিত করলেন এ্যারিনা সাবালেঙ্কা। শুধু তাই নয়, এ্যাশলে বার্টিকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম কোন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়ের বিপক্ষে জয়ের স্বাদ পেলেন বেলারুশ তারকা। মাত্র ২১ বছর বয়স এ্যারিনা সাবালেঙ্কার। চীনের টুর্নামেন্ট উহান ওপেনে দুর্দান্ত তরুণ প্রতিভাবান এই খেলোয়াড়। সেমিফাইনালে এ্যাশলে বার্টিকে হারাতে তার সময় লাগে ১ ঘণ্টা ৪৩ মিনিট। অস্ট্রেলিয়ান তারকাকে হারানোর ফলে উহান ওপেনে সাবালেঙ্কার ফলাফল ১১-০। অর্থাৎ এখন পর্যন্ত কোন ম্যাচে হার দেখেননি তিনি। এমন পারফর্মেন্সে দারুণ রোমাঞ্চিত বেলারুশ সুন্দরী। উহান ওপেনে টানা ১১ ম্যাচ জয়ের পর নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘ফাইনালে উঠে আমি খুব উচ্ছ্বসিত। বিশেষ করে উহান ওপেনের ফাইনাল হওয়ায় সেই আনন্দটা আরও বেশি।’ ফাইনালে সাবালেঙ্কার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা অথবা আমেরিকার এ্যালিসন রিস্ক। তবে শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষকে নিয়ে মোটেও চিন্তিত নন বেলারুশ তারকা। বর্তমানে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১৪ নম্বরে থাকা সাবালেঙ্কা বরং নিজের সেরাটা ঢেলে দিয়ে কোর্টে লড়াই করতে প্রস্তুত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফাইনালে আমার প্রতিপক্ষ কে হবে সেটা আসলে দেখার বিষয় নয়। আমি বরং লড়াই করার জন্যই কোর্টে নামব।’ উহান ওপেনে একবার ফাইনাল খেলেছেন এ্যাশলে বার্টি। এই নিয়ে দুইবার সেমিফাইনালের টিকেট কাটেন তিনি। তবে এবার শিরোপা জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী হয়েই মিশন শুরু করেছিলেন অস্ট্রেলিয়ান তারকা। কেননা এ বছরই যে ক্যারিয়ারের প্রথম কোন মেজর শিরোপা জয়ের স্বাদ পান তিনি। ফ্রেঞ্চ ওপেন জয়ের মাধ্যমে বার্টির আত্মবিশ্বাসটা বেড়ে যায় বহুগুণে। কিন্তু উহান ওপেনে দুর্দান্ত শুরু করে সেমিফাইনালের বাধা অতিক্রম করতে ব্যর্থ হন এবার। সাবালেঙ্কার কাছে হেরে তাই হতাশা নিয়েই কোর্ট ছাড়তে হলো বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় এ্যাশলে বার্টির। উহান ওপেন থেকে ছিটকে পড়ার ফলে বার্টির সামনে চ্যালেঞ্জ এখন চীনা ওপেন। এই টুর্নামেন্টেও শীর্ষ বাছাই হিসেবে খেলবেন তিনি। বেজিংয়ে খেলবেন বিয়াঙ্কা আন্দ্রেস্কুও। সদ্য সমাপ্ত ইউএস ওপেনে বাজিমাত করেছেন তিনি। ওপেন যুগে কানাডার প্রথম খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের চ্যাম্পিয়ন হওয়ার অবিস্মরণীয় কীর্তি গড়েন আন্দ্রেস্কু। তাও আবার আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে হারিয়ে। এরপর অবশ্য আর কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করেননি তিনি। নিজের দেশে বেশ কিছুটা সময় বিশ্রামে থাকার পর চীনা ওপেন দিয়ে আবারও কোর্টের লড়াই শুরু করবেন আন্দ্রেস্কু। বেজিংয়ের প্রথমপর্বের ম্যাচে তিনি বেলারুশের আলিয়াকসান্দ্রা সাসনোভিচের মুখোমুখি হবেন। সেমিফাইনালে তার সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে দেখা যেতে পারে সাবেক এক নম্বর খেলোয়াড় ক্যারোলিনা পিসকোভাকে। তার আগে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হতে পারেন নাওমি ওসাকার। বর্তমান বিশ্ব টেনিসের বিস্ময় দুই তারকা ওসাকা-আন্দ্রেস্কু। জাপানী তারকা গত মৌসুমে ইউএস ওপেন দিয়েই বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন। ফাইনালে তিনিও হারিয়েছিলেন সেরেনাকে। এরপর অস্ট্রেলিয়ান ওপেনেও চ্যাম্পিয়ন হন ওসাকা। এবার ইউএস ওপেনের শিরোপা জয়ের লড়াইয়ে সেরেনাকে হতাশায় ডুবান বিয়াঙ্কা আন্দ্রেস্কু।
×