ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি এ্যাটলেটিকো-রিয়াল

প্রকাশিত: ১০:২০, ২৮ সেপ্টেম্বর ২০১৯

 মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি এ্যাটলেটিকো-রিয়াল

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় নতুন মৌসুমে প্রথম বড় ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ রাতে মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হচ্ছে দুই নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। এ্যাটলেটিকোর মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আরেক ম্যাচে গেটাফের আতিথ্য নেবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। কুচকির চোটের কারণে এই ম্যাচে কাতালানরা পাচ্ছে না দলের সেরা তারকা ও অধিনায়ক লিওনেল মেসিকে। বর্তমানে ছয়টি করে ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে আছে রিয়াল। এক পয়েন্ট কম নিয়ে তার পরের অবস্থানেই এ্যাটলেটিকো। দু’দলই ম্যাচটি জিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা জানিয়েছে। গত সপ্তাহে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ক্লাবের ভবিষ্যত নিয়ে জিনেদিন জিদানকে প্রশ্ন করা হয়েছিল। এর মধ্যে একটি ছিল জোশে মরিনহোকে বাদ দিয়ে তাকে কেন বেছে নেয় রিয়াল। এ প্রসঙ্গে জিদান বলেছিলেন, আমি জানি এখানে কিভাবে কাজ করতে হয়। বিষয়টি এমন নয় যে এটি আপনাকে সমস্যায় ফেলছে বা ফেলছে না। আপনি যদি হেরে যান তাহলে অনেক কিছুতেই পরিবর্তন ঘটে। তবে এখন এসব নিয়ে ভাবছেন না ফরাসী গ্রেট। তার চিন্তায় শুধুই এ্যাটলেটিকোর বিরুদ্ধে ম্যাচ। ম্যাচটিতে মাঠে নামার আগে জিদান বলেন, আমরা আপাতত এই ম্যাচটি নিয়ে ভাবছি। জয় ছাড়া অন্য কোন চিন্তা নেই। আশা করছি ছেলেরা সাফল্য ধরে রাখতে পারবে। রিয়াল অধিনায়ক সার্জিও রামোস বলেন, আমরা যথেষ্ট প্রশ্নের সম্মুখীন হয়েছি, দলটি এর জবাব দিয়ে যাচ্ছে। আশা করছি আমরা এ্যাটলেটিকোতে সফল হব। অন্যদিকে এ্যাটলেটিকো কোচ দিয়াগো সিমিওনে বলেন, সমর্থকদের যে দাবি ছিল তা পূরণ না হওয়ায় সমালোচনা আমাকে বিস্মিত করেনি। আপনি যখন হেরে যাবেন তখন কোচদেরই দায়ী করা হবে। রিয়ারের বিরুদ্ধে ম্যাচটি আমাদের জন্য বড় পরীক্ষা। এদিকে মৌসুমের প্রথম এল ক্লাসিকো হবে আগামী ২৬ অক্টোবর বার্সার মাঠ ন্যুক্যাম্পে। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৫টায় মাঠে গড়াবে। রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনার মাঝে হয়ে আসা এ ম্যাচটিতে অবশ্য সাম্প্রতিক সময়ে কিছুটা ভাটা পড়েছে। কেননা বরাবরই তারকাসমৃদ্ধ রিয়াল এখন তার জৌলুস হারিয়েছে। বার্সাও এবারের লীগে শুরুটা করেছে বেশ বাজে। অবশ্য খেলোয়াড় ও সমর্থকরা নিজেদের দলকে লড়াইয়ের সেরা ক্লাব হিসেবেই ময়দানে দেখতে চায়। সর্বশেষ ক্যাম্প ন্যুয়ের দেখায় রিয়াল স্রেফ উড়ে গিয়েছিল। হেরেছিল ৫-১ ব্যবধানে। পরে সান্টিয়াগো বার্নাব্যুতেও বার্সা ১-০ গোলে জিতে এসেছিল। তবে ম্যাচের সময় নিয়ে স্পেনের সমর্থকদের মনে ক্ষোভ দেখা দিয়েছে। বাংলাদেশ সময় বিকেলে ম্যাচটি হওয়ায় সেদেশের স্থানীয় সময় খেলাটি মাঠে গড়াবে দুপুরে। ধারণা করা হচ্ছে চীনের দর্শক টানতে এই সময় বেছে নিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। এল ক্লাসিকোর দ্বিতীয় লেগ হতে পারে আগামী বছর ফেব্রয়ারির শেষে অথবা মার্চের শুরুতে। সান্টিয়াগো বার্নাব্যুর ম্যাচটির দিন-তারিখ অবশ্য এখনও ঠিক হয়নি।
×