ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিশ্বচ্যাম্পিয়নদের কোচ হচ্ছেন কার্স্টেন?

প্রকাশিত: ১০:১৯, ২৮ সেপ্টেম্বর ২০১৯

  বিশ্বচ্যাম্পিয়নদের কোচ হচ্ছেন কার্স্টেন?

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের মধ্যপথেই জানিয়ে দিয়েছিলেন শিরোপা জিতলেও ইংল্যান্ডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াবেন না ট্রেভর বেইলিস। ইংলিশদের ইতিহাসগড়া সাফল্য এনে দেয়ার পরও সিদ্ধান্ত বদলাননি ৫৬ বছর বয়সী অস্ট্রেলিয়ান। কে হচ্ছেন চ্যাম্পিয়নদের নতুন কোচ? হয়তো সহসা মিলতে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেটে আলোচিত এই প্রশ্নের উত্তর। ইয়ন মরগান, জো রুট, বেন স্টোকসদের দায়িত্ব নিতে পারেন গ্যারি কার্স্টেন। ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে এমনটাই জানানো হয়েছে। ওয়ানডে দলের দায়িত্ব নিতে আগ্রহী এ প্রোটিয়া তারকাকে তিন ফরমেটে পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে ইসিবি। ৫১ বছর বয়সী কার্স্টেন ওজনে বেইলিসের চেয়ে কম যান না। হাইপ্রোফাইল এ দক্ষিণ আফ্রিকান কোচ হিসেবে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছেন ৮ বছর আগে, সেই ২০১১ সালে। গ্রেট শচীন টেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিংরা ছিলেন তার শিষ্য। বেইলিসের মতো ঠিক একইভাবে সেবার বিশ্বকাপ জয়ের পর ভারতের সঙ্গেও চুক্তি বাড়াননি কার্স্টেন। প্রভাবশালী ইংলিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের খবর, এ সপ্তাহেই নতুন কোচ নিয়োগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলতে চান ইংল্যান্ড ক্রিকেটের পরিচালক এ্যাশলে জাইলস। আর নতুন কোচের পদে ইসিবির পছন্দের তালিকায় সবার ওপরেই রয়েছে কার্স্টেনের নাম। এ পছন্দ অবশ্য ইংলিশ বোর্ডের একপাক্ষিক নয়। সেখানে উল্লেখ করা হয়েছে, কার্স্টেন নিজেও ইংল্যান্ডের কোচের দায়িত্ব নিতে আগ্রহী। তবে তিনি চান শুধু ওয়ানডে ফরমেটের হেড কোচ হতে। কিন্তু ইসিবির পক্ষ থেকে টেস্ট, ওয়ানডে ও টি২০ তিন বিভাগের জন্যই চাওয়া হবে কার্স্টেনকে। কোচ হিসেবে আন্তর্জাতিক সাফল্যে বেশ এগিয়ে কার্স্টেন। ২০১১ সালে ভারতের হয়ে জিতেছেন বিশ্বকাপ। এছাড়া দক্ষিণ আফ্রিকার কোচ হয়ে টেস্ট র?্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে বসিয়েছিলেন নিজ দেশকে। ২০১৩ সালের পর থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগসহ (আইপিএল) বিশ্বের নানান ফ্র্যাঞ্চাইজি লীগে কোচিং করিয়ে বেড়াচ্ছেন তিনি। ২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন কার্স্টেন। চলতি বছর ড্যানিয়েল ভেট্টোরিকে সারিয়ে তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় ফ্রাঞ্চাইজিটি। বিশ্বচ্যাম্পিয়ন ইংলান্ডের মতো বড় দলের দায়িত্ব নিতে হলে তাকে আইপিএলসহ ফ্রাঞ্চাইজি লীগ ছাড়তে হবে। বয়সে কার্স্টেন বেইলিসের চেয়ে ছোট হলেও ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করে ২০১১ সালেই কোচ হিসেবে রীতিমতো তারকায় পরিণত হন। মোড়ল দেশটি তখন তাকে মোটা অঙ্কের অর্থ প্রস্তাব করলেও নতুন করে চুক্তির মেয়াদ বাড়াননি। ইংল্যান্ডের এই দলটা তারকায় ঠাসা। মরগান, স্টোকস, রুট, জনি বেয়ারস্টো, জেসন রয়, জোফরা আর্চার কেউ কারও চেয়ে কম নন। এমন একটা দলকে সামলাতে হলে সেই মানের কোচই প্রয়োজন। ইংলান্ডের ঘরোয়া কাউন্টি ক্রিকেটের বিশাল কাঠামো। সেখানে বিশ্বের অনেক বড় বড় কোচ রয়েছেন।
×