ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অন্যায়কারীকে বিসিবিও ছাড় দেবে না

প্রকাশিত: ১০:১৮, ২৮ সেপ্টেম্বর ২০১৯

  অন্যায়কারীকে বিসিবিও ছাড় দেবে না

স্পোর্টস রিপোর্টার ॥ দেশে ক্যাসিনো বিরোধী অভিযান চলছে। অভিযানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কারও সম্পৃক্ততা থাকলে বিসিবিও ছাড় দেবে না। এমনটিই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে নিজবাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন বিসিবি সভাপতি। তিনি জানান, ‘যদি কেউ অন্যায় করে থাকে তার বিচার হবে, এখানে ছাড় পাওয়ার কোন কারণই নেই। বিসিবিও ছাড় দেবে না।’ বিসিবির পরিচালক, বিসিবির ফ্যাসিলিটিজ বিভাগের প্রধান ও মোহামেডান ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভুঁইয়া ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত। ক্যাসিনো চালানোর জন্য তিনি ক্লাবের জায়গা ভাড়া দিয়েছিলেন। ক্যাসিনো থেকে লোকমান নাকি গত দুই বছরে ৪১ কোটি টাকা কামিয়েছেন। আবার এই টাকা অস্ট্রেলিয়ার এএনজেড ও কমনওয়েলথ ব্যাংকে জমা রেখেছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা ভাড়া দিয়ে প্রতিদিন পেতেন ৭০ হাজার (মাসে ২১ লাখ) টাকা। র‌্যাব সদস্যরা বুধবার মধ্যরাতে লোকমানকে রাজধানীর মনিপুরিপাড়ার বাসা থেকে গ্রেফতার করেন। তার বাসায় চার লিটার বিদেশী মদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও হয়েছে। লোকমানের এমন কর্মকা-ে বিসিবি বিব্রত ও লজ্জিতও। লোকমানের এমন কর্মকান্ড নিয়ে শেষ পর্যন্ত কথা বললেন বিসিবি সভাপতি। তিনি জানান, ‘কেউ যদি অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি হবে। এতে কারও কোন দ্বিমত নেই। তবে এখন সময় এসেছে ক্লাবগুলো কিভাবে পরিচালিত হবে সেটি নিয়ে ভাববার।’ ক্যাসিনো, জুয়া ও দুর্নীতি প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন তাকে সাধুবাদ জানান বিসিবি সভাপতি, ‘এমন একটা সাহসী পদক্ষেপ তার পক্ষেই নেয়া সম্ভব, আর কারও পক্ষেই নেয়া সম্ভব না। ক্যাসিনোর সঙ্গে যদি বোর্ডের কারও সংশ্লিষ্টতা থাকে তাহলে প্রচলিত আইনে তার বিচার হবে। যারা জড়িত থাকবে তারাই ধরা পড়বে এবং তাদের বিচার হবে। এটাই আমরা চাই। আমরা আশা করি সুষ্ঠু বিচার হোক। আসল যারা দোষী আছে তারা ধরা পড়ুক।’ বিসিবির পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হবে কী না? এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের তো পদক্ষেপ নেয়ার কিছু নেই। যদি অপরাধ প্রমাণিত হয় তখন অবশ্যই বোর্ড সিদ্ধান্ত নেবে। অপরাধ প্রমাণ হলে আমরা ব্যবস্থা নেব। এখনই কিছু বলাটা খুব দ্রুত হয়ে যায়। ক্যাসিনোগুলো বন্ধ করতে যে পদক্ষেপ নেয়া হয়েছে আমি মনে করি তার প্রতি সকলের পূর্ণ সমর্থন থাকা উচিত।’
×